হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রাফাহে অভিযান চালাবেনই নেতানিয়াহু

আন্তর্জাতিক মহল এবং ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র—কারও কথাই শুনছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ঘোষণা দিয়েছেন, ফিলিস্তিনের গাজার রাফাহ এলাকায় অভিযান চালাবেন। এ ছাড়া সাধারণ ফিলিস্তিনিদের হত্যার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে বক্তব্য দিয়েছেন, তাও উড়িয়ে দিয়েছেন নেতানিয়াহু। 

ইসরায়েলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু গত রোববার তিনি বলেন, ‘আমরা সেখানে (রাফাহ) যাচ্ছি। আমরা গাজা ছাড়ছি না।’ তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, আমার একটি সর্বোচ্চ সীমা আছে। আমার ক্ষেত্রে সেই সর্বোচ্চ সীমাটা হলো, ৭ অক্টোবরের মতো কোনো ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য যেকোনো পদক্ষেপ নেওয়া।’ 

রাফাহে এখন সবচেয়ে বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনির বসবাস। সেখানে অভিযান চালালে ফিলিস্তিনিরা শেষ আশ্রয়টুকু হারিয়ে ফেলবে, এটা দীর্ঘ সময় ধরেই বলে আসছে আন্তর্জাতিক মহল। তবে এরপরও সেখানে অভিযান অব্যাহত রাখার কথা জানালেন নেতানিয়াহু। তিনি বলেন, এই অভিযান হয়তো দুই মাসের বেশি স্থায়ী হবে না। 

এদিকে জো বাইডেন সম্প্রতি এক সাক্ষাৎকারে নেতানিয়াহুর গাজা নীতির সমালোচনা করেছিলেন। রোববার দেওয়া সাক্ষাৎকারে বাইডেনের এসব কথার জবাব দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি জানি না তিনি (বাইডেন) কী বোঝাতে চেয়েছেন। তবে তিনি যদি এটি মনে করে থাকেন, ইসরায়েলিদের সামগ্রিক ইচ্ছার বিপরীতে গিয়ে এ সিদ্ধান্ত নিয়েছি এবং এই নীতি গ্রহণের কারণে ইসরায়েল ক্ষতিগ্রস্ত হচ্ছে, তবে তাঁর (বাইডেন) ধারণা ভুল।’ 

নেতানিয়াহু এমন সময়ে এ মন্তব্য করলেন পবিত্র রমজানেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। রমজানের প্রথম দিনে সেখানে ৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে গত অক্টোবর থেকে ৩১ হাজার ১১২ জন ফিলিস্তিনি নিহত হলেন, আর আহত হলেন ৭২ হাজার ৭৬০ জন। 

এদিকে পবিত্র রমজানের বার্তা দিতে গিয়ে গাজায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন সৌদি আরবের বাদশা সালমান। তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি পবিত্র রমজান মাস এসে গেল এ বছর। কিন্তু আমাদের হৃদয় বেদনাহত ফিলিস্তিনিদের কষ্ট-দুর্দশায়। তারা ভয়ংকর আগ্রাসনের মুখোমুখি।’  

সৌদি আরবের বাদশাহ আরও বলেন, ‘আমি আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানাই, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনুন এবং সেখানে যে জঘন্য অপরাধ হচ্ছে তা বন্ধ করুন।’

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না

ইরানে আন্দোলন: নিহত বেড়ে ১১৬, যুক্তরাষ্ট্র হামলা করলে ‘লক্ষ্যবস্তু হবে ইসরায়েল’