হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পূর্ব সতর্কতা ছাড়াই ঘনবসতিপূর্ণ এলাকায় হামলা করেছে ইসরায়েল

খান ইউনিসে হাসপাতালে নিহত স্বজনদের জন্য শোক করছেন নারীরা। ছবি: আনাদুলো

ইসরায়েলি সামরিক বাহিনী গত কয়েক ঘণ্টায় ব্যাপকভাবে হামলা করেছে। গাজার বিভিন্ন স্থানে একযোগে সামরিক আক্রমণ চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিমান হামলাগুলোর মূল লক্ষ্য ছিল ঘনবসতিপূর্ণ এলাকা, অস্থায়ী স্কুল ও আবাসিক ভবন, যেখানে লোকজন আশ্রয় নিয়েছিল। অন্তত ২০০ জন ফিলিস্তিনি নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।

গত এক ঘণ্টায় গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ইসরায়েলি ড্রোন ও যুদ্ধবিমানের স্পষ্ট উপস্থিতি দেখা গেছে। নিহতদের মধ্যে নবজাতক, শিশু, নারী, বৃদ্ধ ও কয়েকজন শীর্ষস্থানীয় হামাস নেতা রয়েছেন।

জানা গেছে, এই হামলাগুলো একযোগে এবং পূর্ব সতর্কতা ছাড়াই চালানো হয়েছে এমন এলাকায়, যেগুলোকে নিরাপদ মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল, যার মধ্যে মাওয়াসি এলাকাও রয়েছে।

আলজাজিরা আরবির গাজার প্রতিবেদক জানিয়েছেন, খান ইউনিসের আবাসান শহরের পূর্বাঞ্চলে ইসরায়েলি ট্যাংক থেকে গোলাবর্ষণ করা হচ্ছে।

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’