হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পূর্ব সতর্কতা ছাড়াই ঘনবসতিপূর্ণ এলাকায় হামলা করেছে ইসরায়েল

খান ইউনিসে হাসপাতালে নিহত স্বজনদের জন্য শোক করছেন নারীরা। ছবি: আনাদুলো

ইসরায়েলি সামরিক বাহিনী গত কয়েক ঘণ্টায় ব্যাপকভাবে হামলা করেছে। গাজার বিভিন্ন স্থানে একযোগে সামরিক আক্রমণ চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিমান হামলাগুলোর মূল লক্ষ্য ছিল ঘনবসতিপূর্ণ এলাকা, অস্থায়ী স্কুল ও আবাসিক ভবন, যেখানে লোকজন আশ্রয় নিয়েছিল। অন্তত ২০০ জন ফিলিস্তিনি নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।

গত এক ঘণ্টায় গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ইসরায়েলি ড্রোন ও যুদ্ধবিমানের স্পষ্ট উপস্থিতি দেখা গেছে। নিহতদের মধ্যে নবজাতক, শিশু, নারী, বৃদ্ধ ও কয়েকজন শীর্ষস্থানীয় হামাস নেতা রয়েছেন।

জানা গেছে, এই হামলাগুলো একযোগে এবং পূর্ব সতর্কতা ছাড়াই চালানো হয়েছে এমন এলাকায়, যেগুলোকে নিরাপদ মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল, যার মধ্যে মাওয়াসি এলাকাও রয়েছে।

আলজাজিরা আরবির গাজার প্রতিবেদক জানিয়েছেন, খান ইউনিসের আবাসান শহরের পূর্বাঞ্চলে ইসরায়েলি ট্যাংক থেকে গোলাবর্ষণ করা হচ্ছে।

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না

ইরানে আন্দোলন: নিহত বেড়ে ১১৬, যুক্তরাষ্ট্র হামলা করলে ‘লক্ষ্যবস্তু হবে ইসরায়েল’