হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানি হামলার ভয়ে মার্কিন সৈন্য ও সম্পদ রক্ষায় আকাশসীমা বন্ধ করল কাতার

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: বিবিসি

ইরান ও ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্যে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সর্বশেষ আজ সোমবার কাতার সাময়িকভাবে তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে। দেশটিতে যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক ঘাঁটি ও বিপুল পরিমাণ সেনা অবস্থান করছে।

কাতারের রাজধানী দোহায় আল-উদেইদ নামের ওই সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড-এর ফরোয়ার্ড সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়। এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি। বর্তমানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।

সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় আকাশসীমা বন্ধের পদক্ষেপ নেওয়া হয়েছে। বলা হয়েছে, এটি মূলত দেশটির নাগরিক ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে।

এই সিদ্ধান্তটি এমন এক সময়ে এসেছে যখন ইরান আবারও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক হামলার জবাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ও কূটনৈতিক স্থাপনায় হামলার আশঙ্কা বাড়ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটিতে বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের একটি সতর্কবার্তা পাঠায়। সেখানে নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

এই সতর্কবার্তার পর দোহার বিভিন্ন শিক্ষা ও কর্মস্থল-ভিত্তিক প্রতিষ্ঠান তাদের কর্মচারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিষয়ক বার্তা পাঠাতে শুরু করে। যদিও কাতারি কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, বর্তমানে দেশের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

মার্কিন দূতাবাস জানিয়েছে, এই পরামর্শ শুধুমাত্র অতিরিক্ত সাবধানতা থেকে দেওয়া হয়েছে এবং এ বিষয়ে তারা আর কোনো তথ্য দেয়নি।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই সাম্প্রতিক উত্তেজনা গোটা উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। কাতারের আকাশসীমা বন্ধের ঘটনাটি এর একটি ধারাবাহিকতা মাত্র।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের