হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধের আড়ালে অস্ত্র চুরি করছে ইসরায়েলি সেনারা

যুদ্ধের আড়ালে ইসরায়েলি সেনাদের অস্ত্র চুরি উদ্বেগজনকভাবে বেড়েছে বলে দাবি ইসরায়েলের। এ অস্ত্র পশ্চিম তীরের সশস্ত্র বাহিনীর কাছে পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করছে দেশটি। গতকাল বুধবার দেশটির সম্প্রচারমাধ্যম কান এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, ‘যুদ্ধের নামে ইসরায়েলি সেনাবাহিনীতে অস্ত্র ও গোলাবারুদ চুরির ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া এসব অস্ত্র পশ্চিম তীরের সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে পৌঁছানোর আশঙ্কাও রয়েছে।’

চ্যানেলটিতে সামরিক প্রতিবেদক রই শ্যারনকে উদ্ধৃত করে বলা হয়, ‘গাজা উপত্যকার ভেতরে বা বাইরে যেখানে ইসরায়েলি বাহিনী মোতায়েন রয়েছে সেখান থেকে সেনা বা এমনকি বেসামরিক নাগরিকেরা উচ্চ-বিস্ফোরক হ্যান্ড গ্রেনেড এবং ট্যাঙ্কবিধ্বংসী ক্ষেপণাস্ত্র চুরি করে তা সশস্ত্র সংগঠনগুলোতে স্থানান্তর করা নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীতে উদ্বেগ রয়েছে।’

শ্যারন বলেন, যদিও প্রতিটি গ্রেনেড এবং অ্যান্টিট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের একটি সিরিয়াল নম্বর থাকে, তবে যুদ্ধে প্রচুর বিশৃঙ্খলা হয় এবং গ্রেনেড ও ক্ষেপণাস্ত্র টানা ব্যবহারের মধ্যে এটা গুণে রাখা সম্ভব হয় না। এ কারণে সেনাদের গ্রেনেড এবং অ্যান্টিট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র চুরি করা এবং সেগুলো স্মৃতিচিহ্ন হিসেবে বা অপরাধী সংস্থার কাছে বিক্রয়ের জন্য বাড়িতে নিয়ে যাওয়ার প্রক্রিয়াটি সহজ হয়ে উঠে।

তিনি বলেন, ‘চলতি সপ্তাহে, উত্তর ইসরায়েল থেকে পূর্ব জেরুজালেমের একজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছে একটি ম্যাটাডোর অ্যান্টিট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ছিল, যা সেনাবাহিনী গাজা উপত্যকায় ব্যাপকভাবে ব্যবহার করছে। এ ছাড়া গত মাসে ১০ দিনের মধ্যে অপরাধীরা এমন ১৫টি হ্যান্ড গ্রেনেড ব্যবহার করেছে যা পুরোনো নয় বরং সেনাদের ব্যবহার করা আধুনিক গ্রেনেড।’

গ্রিন লাইনের (১৯৪৮ অঞ্চল) ভেতর থেকে পশ্চিম তীর পর্যন্ত এই অস্ত্র পৌঁছানোর আশঙ্কায় ইসরায়েলি সেনাবাহিনী ক্রসিং এবং চেকপয়েন্টগুলোতে পরিদর্শন অভিযান জোরদার করতে চায়।

গত মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যম জানায়, হাইফার কাছে অর আকিভা শহরে ইসরায়েলি অপরাধীদের কাছ থেকে সেনাবাহিনী থেকে চুরি করা তিনটি উচ্চ বিস্ফোরক হ্যান্ড গ্রেনেড পেয়েছে ইসরায়েলি সীমান্ত পুলিশ।

সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী সামরিক ঘাঁটির ভেতর থেকে সৈন্যদের অস্ত্র ও গোলাবারুদ চুরির বেশ কয়েকটি ঘটনা প্রকাশ করেছে।

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ শুরু’, ‘সাজানো’ নাটক বলছেন বিশ্লেষকেরা

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক