হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রাইসিকে খুঁজে পাওয়ার পর আকাশে চাঁদ-তারা আঁকল তুর্কি ড্রোন

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে বিধ্বস্ত হয়েছিল হেলিকপ্টারটি। পরে রাইসিসহ তাঁর সঙ্গীদের খুঁজে বের করার অভিযানে সহযোগিতা করতে ড্রোন এবং বিশেষ হেলিকপ্টার পাঠায় তুরস্ক। সাহায্যের জন্য এগিয়ে আসে আরও কয়েকটি দেশ।

শেষ পর্যন্ত তুরস্কের বায়রাক্টার আকিনসি ড্রোনের সাহায্যেই হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। আকিনসি-০১ (Akinci) নামের ড্রোনটি আজ সোমবার সকালে বাতাসে তাপের উপস্থিতি শনাক্ত করে ধ্বংসাবশেষের স্থানটিকে চিহ্নিত করে। সেখান থেকে পরে রাইসি ও তাঁর সহযাত্রীদের মরদেহ খুঁজে পাওয়া যায়।

ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলো ওই ড্রোনটির গতিপথ চিহ্নিত করেছে। এতে দেখা গেছে, ওই ড্রোনটি তার উদ্ধার অভিযান শেষ করে আবারও তুরস্কের ভ্যান অঞ্চলে ফিরে যায়। তবে ভ্যান অঞ্চলে গিয়ে এটি একটি বিশেষ কাণ্ড ঘটায়। ভ্যানের আকাশে ড্রোনটি এমনভাবে উড়েছে যে শনাক্ত করা গতিপথে এটিকে একটি অর্ধচন্দ্রাকারের মতো দেখাচ্ছে।

আকিনসি ড্রোনের নির্মাতা প্রতিষ্ঠান বায়রাক্টার দাবি করেছে, ড্রোনটি একটি যুদ্ধবিমানের কাজ করতে সক্ষম। মনুষ্যবিহীন যান হিসেবে এটিকে আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে মাটিতে যুদ্ধ অপারেশনের জন্য ব্যবহার করা যেতে পারে। এটি টানা ২৪ ঘণ্টা উড়তে সক্ষম এবং ৪০ হাজার ফুট ওপরে উঠতে পারে। এটিতে একটি অভ্যন্তরীণ সেন্সর ফিউশনসহ একটি নেভিগেশন সিস্টেমও রয়েছে। এর ফলে এটি জিপিএসের ওপর নির্ভর না করে কাজ করতে পারে।

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে