হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

৫ নভেম্বরের আগেই ইরানে হামলা হতে পারে: প্রতিবেদন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন, তাঁর দেশ ইরানের পারমাণবিক ও তেল স্থাপনায় হামলা চালাবে না, বরং দেশটির সামরিক অবকাঠামোতে হামলা চালাবে। আর আগামী ৫ নভেম্বরের আগেই এই হামলা হতে পারে। বিষয়টির সঙ্গে জড়িত দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

নাম প্রকাশ না করার শর্তে সূত্র দুটি জানিয়েছে, গত ১ অক্টোবর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। সে সময় নেতানিয়াহু বাইডেনের কাছে এই অবস্থান ব্যক্ত করেছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী এমনভাবে হামলার পরিকল্পনা করতে সম্মত হয়েছেন, যা আসন্ন মার্কিন নির্বাচনকে প্রভাবিত করবে না। কারণ, ইরানি জ্বালানি অবকাঠামোর ওপর আক্রমণ তেলের দাম বাড়াতে পারে। ফলে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ জ্বালানির দাম বাড়লে ভোটাররা নিশ্চিত অসন্তুষ্ট হবেন। 

ওই কর্মকর্তা আরও জানান, ইসরায়েল-যুক্তরাষ্ট্র দুর্বল—এই ধারণা এড়াতে ৫ নভেম্বর হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ইসরায়েলের এই প্রতিশোধমূলক হামলা হতে পারে। 

এদিকে, ইসরায়েলকে আরও বেশি পরিমাণে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কেবল তাই নয়, এসব এয়ার ডিফেন্স ব্যাটারি পরিচালনার জন্য প্রায় ১০০ মার্কিন সেনাকেও দেশটিতে পাঠাবে ওয়াশিংটন। গতকাল রোববার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্টিক রেইডার এক বিবৃতিতে বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে থাড (টিএইএএডি) এয়ার ডিফেন্স ব্যাটারি পাঠানোর অনুমোদন দিয়েছেন। তিনি বলেন, ‘এপ্রিল ও অক্টোবরে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এই সিস্টেম ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে শক্তিশালী করতে সাহায্য করবে।’

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ শুরু’, ‘সাজানো’ নাটক বলছেন বিশ্লেষকেরা

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক