হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে বাংকার বাস্টার বোমা ফেলেছে বি–২ বোমারু বিমান, ক্ষেপণাস্ত্র ছোড়া হয় সাবমেরিন থেকে

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় হামলা করার সময় বি-২ বোমারু বিমান ও সাবমেরিন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। এমনটাই দাবি করেছেন মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটি। তাঁর দাবি, ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে এবং সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র সহযোগে হামলা করা হয়েছে।

স্থানীয় সময় গতকাল শনিবার রাতে শন হ্যানিটি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার বিস্তারিত তথ্য দিয়েছেন।

হ্যানিটির দাবি অনুযায়ী, ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনায় হামলার সময় যুক্তরাষ্ট্র ছয়টি ‘বাংকার বাস্টার’ বোমা ব্যবহার করেছে, যার প্রতিটির ওজন ১৫ টন। এই বোমাগুলো ফেলা হয় আমেরিকার বি-২ স্টিলথ বোমারু বিমান থেকে।

ফোরদো স্থাপনায় দুটি প্রবেশপথ ও একটি ভেন্টিলেশন শ্যাফট ছিল। ধারণা করা হচ্ছে, সেখান দিয়েই ‘ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর’ (এমওপি) নামের বোমাগুলো ভেতরে প্রবেশ করানো হয়।

এ ছাড়া, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলার সময় যুক্তরাষ্ট্রের সাবমেরিন থেকে ৩০টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ধারণা করা হচ্ছে, এই ক্ষেপণাস্ত্রগুলো ওহাইও ক্লাস সাবমেরিন থেকে ছোড়া হয়েছে, তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।

আরও খবর পড়ুন:

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ শুরু’, ‘সাজানো’ নাটক বলছেন বিশ্লেষকেরা

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক