হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জিম্মিদের নিয়ে মিসরে পালিয়ে গেছেন সিনওয়ার: ইসরায়েল 

ইসরায়েলের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, হামাসের হাতে থাকা জিম্মিদের নিয়ে গাজা থেকে মিসরে পালিয়ে গেছেন গোষ্ঠীটির নেতা ইয়াহিয়া সিনওয়ার। এই সময় সিনওয়ার তাঁর ভাইকেও সঙ্গে নিয়ে গেছেন। আজ মঙ্গলবার এমনটাই বলা হয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, ইয়াহিয়া সিনওয়ার হামাসের টানেল নেটওয়ার্ক ব্যবহার করেই রাফাহ হয়ে সীমান্ত পেরিয়ে মিসরে পৌঁছে গেছেন। তবে আমাদের মূল উদ্বেগের বিষয় হলো, তিনি তাঁর সঙ্গে জিম্মিদেরও হয়তো নিয়ে গেছেন। 

ইসরায়েলি নিরাপত্তা বাহিনীগুলো বিগত কয়েক বছর ধরেই হামাসের টানেল নেটওয়ার্কে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। তাদের ধারণা এই টানেল নেটওয়ার্ক এতটাই প্রশস্ত যে, এর ভেতর দিয়ে অনায়াসে একটি গাড়ি বা ট্রাক চালিয়ে নেওয়া সম্ভব। এর আগে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছিল—ইয়াহিয়া সিনওয়ার গাজায় টানেলের ভেতরেই আছেন। 

ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল-১২ নিউজের সংবাদ বিশ্লেষক এহুদ ইয়ারি বলেছেন, সম্ভাবনা আছে যে, সিনওয়ার তাঁর সঙ্গে ইসরায়েলি জিম্মিদেরও নিয়ে গেছেন। তিনি বলেছেন, ‘হামাসের একাধিক স্কোয়াড ইসরায়েলি জিম্মিদের পৃথকভাবে নিজস্ব অবস্থানে রেখেছে। তবে সিনওয়ার এ ক্ষেত্রে নিশ্চিত যে তিনি পালাতে পারবেন। তবে তিনি এটাও জানেন যে, তিনি মিসরে পালিয়ে গেলেও সেখানে তিনি উষ্ণ অভ্যর্থনা পাবেন না।’ 
 
এদিকে, গত সপ্তাহে ইয়াহিয়া সিনওয়ারের সাবেক সহযোগী ও এক সময় ইসরায়েলি কারাগারের সহবন্দী আসমত মনসুর বলেছেন, মূলত হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা গাজায় ইসরায়েলি অবরোধ ভেঙে ফেলা, সিনওয়ারের সহযোগীদের ইসরায়েলি কারাগার থেকে মুক্তি ও তাঁকে ফিলিস্তিনি জনগণের নেতায় পরিণত করার পরিকল্পিত একটি কৌশলগত অভিযান। 

তবে মনসুরের মতে, হামাস যেভাবে পরিকল্পনা করেছিল পরবর্তী সময়ে সবকিছু তাদের হিসাবমতো ঘটেনি। কারণ ইসরায়েল কোনো ধরনের ন্যায়নীতির ধার না ধেরেই লাগামহীনভাবে গাজাবাসীর ওপর চড়াও হয়েছে এবং এর ফলে কী হয়ে তার ফলাফল সবার সামনে।

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪