হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

এবার আক্রমণের অগ্রভাগে ড্রোন, ইরানের ‘হাইব্রিড’ হামলা ঠেকাতে ব্যর্থ ইসরায়েল

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের তৈরি একাধিক ড্রোন। ছবি: তাসনিম নিউজ

ইসরায়েল ১৩ জুন ইরানে হামলার পর থেকে তেহরান মাপা হিসাবে ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি হামলা শুরুর পর থেকে ইরান দেশটিতে হামলায় ক্ষেপণাস্ত্রকে অগ্রভাবে রাখলেও এবারে ১৮তম দফায় হামলার ক্ষেত্রে ড্রোন অগ্রভাগে রেখেছে। আর ইসরায়েলি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেই ড্রোন ঠেকাতে ব্যর্থ হয়েছে। যুদ্ধ শুরুর পর আজ শনিবারই প্রথম একটি ড্রোন উত্তর ইসরায়েলে আঘাত হেনেছে।

ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ইসরায়েলি দখলদার শাসনের বিরুদ্ধে সর্বশেষ পাল্টা হামলায় আত্মঘাতী ও অ্যাটাক ড্রোনের পাশাপাশি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

আজ শনিবার সকালে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘অপারেশন ট্রু প্রমিস ৩’-এর অংশ হিসেবে তারা ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে ১৮তম দফা হামলা চালিয়েছে। এতে বলা হয়, দখল করা ফিলিস্তিনি (বর্তমানে ইসরায়েল) ভূখণ্ডের কেন্দ্রস্থল, বেন গুরিয়ন বিমানবন্দর, সামরিক লক্ষ্যবস্তু এবং ইসরায়েলি সেনাবাহিনীর রসদ ও পরিচালনা কেন্দ্রগুলোতে আঘাত হানতে তারা শাহেদ-১৩৬ নামের যুদ্ধ ও আত্মঘাতী ড্রোনের ঝাঁক এবং কঠিন ও তরল জ্বালানিচালিত নিখুঁতভাবে লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে তাদের নির্ধারিত লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। আইআরজিসি আরও জানায়, গতকাল শুক্রবার রাতভর দখলদার ভূখণ্ডের ওপর দিয়ে একাধিক স্কোয়াডে শাহেদ-১৩৬ ড্রোন টানা অভিযান চালিয়েছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের এই ড্রোনগুলো আটকাতে ব্যর্থ হয়েছে। ফলে দখলদারেরা আবারও আশ্রয়কেন্দ্রে পালাতে বাধ্য হয়েছে। ইরানের এই এলিট বাহিনী আরও জানিয়েছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে ইরানের এই ‘হাইব্রিড অপারেশন’ নিরবচ্ছিন্ন ও নির্ধারিত লক্ষ্য পূরণের উদ্দেশ্যে চালানো হবে।

আইআরজিসির অভিযোগ, ১৩ জুন ইসরায়েল বিনা উসকানিতে ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করে। তারা ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালায়, যাতে শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী, সাধারণ নাগরিকসহ বহু মানুষ নিহত হন।

এর পরপরই ইরানি সেনাবাহিনী পাল্টা হামলা শুরু করে। ২১ জুন পর্যন্ত ইসরায়েলি দখলদার শাসনের বিরুদ্ধে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ‘অপারেশন ট্রু প্রমিস ৩’-এর আওতায় ১৮ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এদিকে, ইসরায়েলের জরুরি অবস্থায় সাড়া দানকারী সংস্থা ম্যাজেন ডেভিড অ্যাডাম জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি আবাসিক ভবনে ড্রোন হামলা হয়েছে। এর আগে সেনাবাহিনী বাইত শেয়ান উপত্যকায় ‘সক্রিয়’ ড্রোন হামলার কথা জানিয়েছিল।

ম্যাজেন ডেভিড অ্যাডাম এক বিবৃতিতে জানিয়েছে, ‘উত্তর ইসরায়েলে একটি দোতলা আবাসিক ভবনে ড্রোন হামলা হয়েছে।’ তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে সংস্থাটি।

এর আগে, গতকাল শুক্রবার ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় আঘাত হানে। এতে ভূমধ্যসাগর তীরবর্তী এই বন্দরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় এবং অন্তত ৩১ জন আহত হয়।

আরও খবর পড়ুন:

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

সিরিয়ায় এক বছরে ৬০০ হামলা চালিয়েছে ইসরায়েল, দখল করেছে ভূমি