হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলে সংক্রমণ বাড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট, আক্রান্ত হচ্ছেন ভ্যাকসিন গ্রহণকারীরাও

ঢাকা: ইসরায়েলে করোনা ভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। নতুন করোনা রোগীদের মধ্যে বেশির ভাগই ডেলটা ভ্যারিয়েন্টে আক্রান্ত। এরই মধ্যে ঘরে মাস্ক পরার বিধি পুনরায় চালু করেছে ইসরায়েল সরকার। যদিও ১০ দিন আগে মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে দিয়েছিল। দেশটি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

ইসরায়েলে এই মাসের শুরুতে সংক্রমণের হার শূন্যের কোঠায় নেমে আসে। তবে গত কয়েক দিন ধরে দেশটিতে একশর বেশি রোগী শনাক্ত করা হচ্ছে। করোনা মহামারি নিয়ন্ত্রণে সবচেয়ে সফল দেশ ছিল ইসরায়েল। দেশটির ৯৩ লাখ মানুষের অর্ধেকই ভ্যাকসিনের আংশিক অথবা সম্পূর্ণ ডোজ পেয়েছেন। 

 ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক চেজি লেভি জানান, টিকার পূর্ণাঙ্গ ডোজ নেওয়া মানুষেরা ডেলটা ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে তাদের কোয়ারেন্টাইনে  রাখা হবে। আক্রান্তের সংখ্যা এখনো কম হলেও টিকা নেওয়া মানুষের দেহেও সংক্রমণ ছড়াচ্ছে। আমরা এখনো পরীক্ষা করছি টিকা নেওয়া কতজন মানুষ আক্রান্ত হয়েছেন। 

গত বৃহস্পতিবার ইসরায়েলের করোনা টাস্ক ফোর্সের প্রধান নাচম্যান অ্যাশ বলেন, কয়েক দিন ধরে দৈনিক সংক্রমিতের সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে। আগে হয়তো দেশের দু’দুটি শহরে সংক্রমণ বেশি হচ্ছিল। এখন আক্রান্ত শহরের সংখ্যাও বেড়েছে। খুবই উদ্বেগের। 
 
বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত-ও। গত মঙ্গলবার তিনি সরকারি ভাবে ঘোষণা করেছেন, দেশে সংক্রমণ বাড়ছে। নতুন করে যে ফের সংখ্যাটা বাড়ছে, তা জানিয়ে দেশবাসীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। 
 
ইসরায়েলে এ পর্যন্ত করোনায় ৬ হাজার ৪০০ জনের মৃত্যু হয়েছে।  
 

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না