হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের পরমাণু স্থাপনা ধসিয়ে দেওয়ার দাবি ইসরায়েলের, জাতিসংঘ বলছে—ক্ষতি সামান্যই

আজকের পত্রিকা ডেস্ক­

নাতানজ পরমাণু স্থাপনার স্যাটেলাইট চিত্র। ছবি: সংগৃহীত

ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ক্ষয়ক্ষতি নিয়ে ইসরায়েল ও জাতিসংঘের পরমাণু সংস্থার মূল্যায়নে ভিন্নতা দেখা যাচ্ছে। ইসরায়েল দাবি করছে, তারা নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ব্যাপক ক্ষতিসাধন করেছে। কিন্তু জাতিসংঘের সংস্থা আইএইএ বলছে, ক্ষয়ক্ষতি সামান্য।

আজ সোমবার একজন ইসরায়েলি কর্মকর্তা ও জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা নাতানজ পারমাণবিক কেন্দ্রের ক্ষয়ক্ষতি নিয়ে পরস্পরবিরোধী মূল্যায়ন দিয়েছে। নাতানজ ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানের নাতানজ স্থাপনার ভূগর্ভস্থ অংশে ধসে পড়ার ‘আলামত’ রয়েছে।

২০০৩ সালের ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির একটি প্রতিবেদন অনুসারে, এই স্থাপনার দুটি বৃহৎ ভূগর্ভস্থ অবকাঠামো রয়েছে বলে বিশ্বাস করা হয়। এখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য সেন্ট্রিফিউজ রয়েছে।

গত শুক্রবার ইসরায়েল যখন ইরানে হামলা চালায়, তখন অন্যান্য লক্ষ্যবস্তুর মধ্যে এই স্থাপনাও ছিল।

তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) গত শুক্রবার বলেছিল, স্থাপনাটিতে শুধু ভূপৃষ্ঠ স্তরের ক্ষতি হয়েছে।

আজ হালনাগাদ তথ্যে আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, প্রাথমিক হামলার পর থেকে প্ল্যান্টে ‘কোনো অতিরিক্ত ক্ষতি’ হয়নি। ভূগর্ভস্থ ক্যাসকেড হলে হামলার ‘কোনো ইঙ্গিত’ নেই।

গ্রোসি বলেন, তবে ক্যাসকেড হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধের কারণে সেখানে থাকা সেন্ট্রিফিউজগুলো ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।

অস্তিত্বের সংকটে গাজা

সিরিয়ায় যুদ্ধবিরতির চুক্তি গেল ভেস্তে, সংঘাত তীব্রতর

ইয়েমেনে আমিরাতের গোপন বন্দিশালা, মজুত করেছিল বিপুল বিস্ফোরক

সৌদি আরবে প্রবাসীদের কাজের সুযোগ কমছে, ১৮ পেশায় ৬০ শতাংশ ‘সৌদিকরণ’ বাধ্যতামূলক

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের পা রাখতে দেবেন না নেতানিয়াহু

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস