হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরবের সঙ্গে সরাসরি হজ ফ্লাইট চালু করতে চায় ইসরায়েল

সৌদি আরবের সঙ্গে সরাসরি হজ ফ্লাইট চালু করতে চাচ্ছে ইসরায়েল। আগামী মাসে এই ফ্লাইট চালু হতে পারে বলে আশাবাদও ব্যক্ত করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

২০২০ সালে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপনে সমর্থন দিয়েছিল সৌদি আরব। তবে ফিলিস্তিনিদের রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে আগে সমাধান হওয়া উচিত জানিয়ে ইসরায়েলের সঙ্গে সে অর্থে সম্পর্ক উন্নয়ন করেনি সৌদি আরব।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েন, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন এবং বেনিয়ামিন নেতানিয়াহুর উত্থানের কারণে ইসরায়েলের সঙ্গে সম্পর্কে উন্নতির সম্ভাবনা আরও কমে যায়।

নেতানিয়াহুর পূর্বসূরি ইয়ার লাপিদ গত ১০ মার্চ বলেছিলেন, গত বছর প্রধানমন্ত্রী হিসাবে তিনি ইসরায়েল থেকে প্রথম সরাসরি হজ ফ্লাইটের বিষয়ে সৌদির সম্মতি পেয়েছেন। এক মার্কিন কর্মকর্তাও গত বছরের জুনে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ ধরনের ইঙ্গিত দিয়েছিলেন। তবে এ বিষয়ে রিয়াদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সৌদি মক্কায় আসন্ন জুন-আগস্টে হজযাত্রার জন্য সরাসরি ফ্লাইট হবে কিনা জানতে চাইলে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেন, একটি আবেদন জমা দেওয়া হয়েছে। ইসরায়েলের আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বিষয়টি আলোচনায় রয়েছে। কোনো অগ্রগতি আছে কিনা তা আমি বলতে পারব না। তবে আমি আশাবাদী যে সৌদি আরবের সঙ্গে শান্তি কর্মসূচি এগিয়ে নিতে পারব।’ 

প্রতি বছর হজ মৌসুমে বিশ্বের লাখ লাখ মুসল্লি সৌদি আরব যান। ইসরায়েল এবং ফিলিস্তিন থেকেও বিপুলসংখ্যক মুসলিম সৌদিতে যান, কিন্তু সরাসরি ফ্লাইট না থাকায় তাদের তৃতীয় কোনো দেশ হয়ে সৌদিতে পৌঁছাতে হয়।

হজ সম্পর্কিত আরও পড়ুন:

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত