হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজাকে সরাসরি ‘অনির্দিষ্টকাল’ শাসন করার ইচ্ছা নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়ার পর তাঁর দেশ গাজায় সরাসরি শাসন কার্যক্রম পরিচালনা করতে চায়। তবে ঠিক কত দিন বজায় থাকবে ইসরায়েলি শাসন, সে বিষয়ে তিনি কিছু বলেননি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। 

এবিসির সাংবাদিক ডেভিড মুইর নেতানিয়াহুকে জিজ্ঞেস করেন, এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, সরাসরি গাজা শাসন করা হবে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় ভুল। এ বিষয়ে আপনার মত কী? যুদ্ধ শেষ হওয়ার পর কার এই অঞ্চল শাসন করা উচিত। 

জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, অবশ্যই ইসরায়েল এই অঞ্চল শাসন করতে পারে। সময়সীমার কথা উল্লেখ করতে গিয়ে নেতানিয়াহু বলেন, ইসরায়েল অনির্দিষ্টকাল গাজা শাসন করতে পারে। তবে এ সময় তিনি ইঙ্গিত দেন, যেসব ফিলিস্তিনি হামাসের পথ অনুসরণ করে না, তারা গাজা শাসন করতে পারে।

নেতানিয়াহু যুদ্ধ শেষে কারা গাজা শাসন করবে সে প্রসঙ্গে বলেন, ‘যারা হামাসের পথ অনুসরণ করতে চায় না তাঁরা.... আমি মনে করি, ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য (গাজার) সামগ্রিক নিরাপত্তার দায়িত্ব পালন করতে পারে। কারণ আমরা দেখেছি, যখন আমাদের কাছে এটি (নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব) না থাকে তখন কী হয়। যখন আমাদের কাছে নিরাপত্তার দায়িত্ব থাকে না, তখন আমরা যা দেখি তা হলো—হামাসের সন্ত্রাসী কার্যক্রমের এমন বিস্ফোরণ, যা আমরা কল্পনাও করতে পারি না।’ 

এদিকে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। গতকাল সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় শহরে নিহত হয়েছে কমপক্ষে ১০ হাজার ২২ জন। এর মধ্যে ৪ হাজার ১০৪ জন শিশু। আর আহত মানুষের সংখ্যা অন্তত ২৫ হাজার ৪০৮ জন। 

তালিকায় থাকা নিহত ব্যক্তিরা ছাড়াও অন্তত ২ হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে ১ হাজারের বেশি শিশু রয়েছে। ধারণা করা হচ্ছে, নিখোঁজদের প্রায় সবাই বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনগুলোর নিচে চাপা পড়ে আছে।

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ শুরু’, ‘সাজানো’ নাটক বলছেন বিশ্লেষকেরা

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক