হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজাকে সরাসরি ‘অনির্দিষ্টকাল’ শাসন করার ইচ্ছা নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়ার পর তাঁর দেশ গাজায় সরাসরি শাসন কার্যক্রম পরিচালনা করতে চায়। তবে ঠিক কত দিন বজায় থাকবে ইসরায়েলি শাসন, সে বিষয়ে তিনি কিছু বলেননি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। 

এবিসির সাংবাদিক ডেভিড মুইর নেতানিয়াহুকে জিজ্ঞেস করেন, এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, সরাসরি গাজা শাসন করা হবে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় ভুল। এ বিষয়ে আপনার মত কী? যুদ্ধ শেষ হওয়ার পর কার এই অঞ্চল শাসন করা উচিত। 

জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, অবশ্যই ইসরায়েল এই অঞ্চল শাসন করতে পারে। সময়সীমার কথা উল্লেখ করতে গিয়ে নেতানিয়াহু বলেন, ইসরায়েল অনির্দিষ্টকাল গাজা শাসন করতে পারে। তবে এ সময় তিনি ইঙ্গিত দেন, যেসব ফিলিস্তিনি হামাসের পথ অনুসরণ করে না, তারা গাজা শাসন করতে পারে।

নেতানিয়াহু যুদ্ধ শেষে কারা গাজা শাসন করবে সে প্রসঙ্গে বলেন, ‘যারা হামাসের পথ অনুসরণ করতে চায় না তাঁরা.... আমি মনে করি, ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য (গাজার) সামগ্রিক নিরাপত্তার দায়িত্ব পালন করতে পারে। কারণ আমরা দেখেছি, যখন আমাদের কাছে এটি (নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব) না থাকে তখন কী হয়। যখন আমাদের কাছে নিরাপত্তার দায়িত্ব থাকে না, তখন আমরা যা দেখি তা হলো—হামাসের সন্ত্রাসী কার্যক্রমের এমন বিস্ফোরণ, যা আমরা কল্পনাও করতে পারি না।’ 

এদিকে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। গতকাল সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় শহরে নিহত হয়েছে কমপক্ষে ১০ হাজার ২২ জন। এর মধ্যে ৪ হাজার ১০৪ জন শিশু। আর আহত মানুষের সংখ্যা অন্তত ২৫ হাজার ৪০৮ জন। 

তালিকায় থাকা নিহত ব্যক্তিরা ছাড়াও অন্তত ২ হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে ১ হাজারের বেশি শিশু রয়েছে। ধারণা করা হচ্ছে, নিখোঁজদের প্রায় সবাই বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনগুলোর নিচে চাপা পড়ে আছে।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার