হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনি শিশুর মাথায় গুলি চালাল ইসরায়েলি বাহিনী

৫২ বছর আগে আল-আকসা মসজিদ আগুনে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে গতকাল শনিবার (২১ আগস্ট) এক বিক্ষোভে অংশ নিয়েছিলেন শত শত ফিলিস্তিনি। সেই বিক্ষোভে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে শিশুসহ আহত হয়েছে ৪১ জন। আহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক শিশু রয়েছে। শিশুটির মাথায় গুলি লেগেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার ইউমনা আল-সাঈদ বলেন, আহতদের মধ্যে কমপক্ষে ১০ জন শিশু রয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২১ আগস্ট) রাতে এক বিবৃতিতে হামাস ইসরায়েলি বাহিনীর সঙ্গে যারা লড়াই করেছেন তাঁদের সাধুবাদ জানিয়েছে।

বিক্ষোভে গুলি চালানোর কয়েক ঘণ্টা পর রাতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইসরায়েল। 

উল্লেখ্য, গত মাসে ইসরায়েল-হামাসের ১১ দিনের সংঘাতে প্রাণ হারিয়েছিলেন ২৬০ ফিলিস্তিনি। এর মধ্যে ৬৭ জন শিশু ছিল। এছাড়াও সে সময় নিহত হয় ১৩ ইসরায়েলি। ২১ মে ঘোষণা আসে যুদ্ধ বিরতির।   

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ শুরু’, ‘সাজানো’ নাটক বলছেন বিশ্লেষকেরা

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক