৫২ বছর আগে আল-আকসা মসজিদ আগুনে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে গতকাল শনিবার (২১ আগস্ট) এক বিক্ষোভে অংশ নিয়েছিলেন শত শত ফিলিস্তিনি। সেই বিক্ষোভে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে শিশুসহ আহত হয়েছে ৪১ জন। আহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক শিশু রয়েছে। শিশুটির মাথায় গুলি লেগেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আল জাজিরার ইউমনা আল-সাঈদ বলেন, আহতদের মধ্যে কমপক্ষে ১০ জন শিশু রয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২১ আগস্ট) রাতে এক বিবৃতিতে হামাস ইসরায়েলি বাহিনীর সঙ্গে যারা লড়াই করেছেন তাঁদের সাধুবাদ জানিয়েছে।
বিক্ষোভে গুলি চালানোর কয়েক ঘণ্টা পর রাতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইসরায়েল।
উল্লেখ্য, গত মাসে ইসরায়েল-হামাসের ১১ দিনের সংঘাতে প্রাণ হারিয়েছিলেন ২৬০ ফিলিস্তিনি। এর মধ্যে ৬৭ জন শিশু ছিল। এছাড়াও সে সময় নিহত হয় ১৩ ইসরায়েলি। ২১ মে ঘোষণা আসে যুদ্ধ বিরতির।