হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে জয়ে নয়, হারেই রাজপথে উচ্ছ্বসিত ইরানিরা

সারা বিশ্বেই চলছে ফুটবল বিশ্বকাপের জোয়ার। এর বাইরে নয় বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল ইরানও। গতকাল মঙ্গলবার ইরান বনাম যুক্তরাষ্ট্রের মধ্যকার খেলায় ইরানের হারে আনন্দ দেশটির সানন্দাজ শহরের রাজপথে নেমে এসেছিল ইরানি জনগণের একটি অংশ। নেচে গেছে উদ্‌যাপন করেছেন তাঁরা এই হার।

ইরানি সাংবাদিক মাসিহ আলিনেজাদ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একাধিক ভিডিও শেয়ার করেছেন এই বিষয়টি নিয়ে। ভিডিও থেকে দেখা গেছে, একদল ইরানি সানন্দাজ শহরের রাস্তায় নেমে গানের তালে তালে দল বেঁধে নাচছেন। 

ভিডিওগুলো শেয়ার করে মাসিহ আলিনেজাদ লিখেছেন, ‘ইরান এমন একটি দেশ, যেখানে মানুষ ফুটবলের প্রতি খুবই আবেগপ্রবণ। এখন তারা সানন্দাজ শহরের রাস্তায় নেমেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের ফুটবল দলের হারের উদ্‌যাপন করছে। তারা চায় না সরকার খেলাধুলাকে ব্যবহার করে তার খুনি শাসনব্যবস্থাকে স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠা করুক।’ 

কাতার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার অনেক সম্ভাবনা ছিল ইরানের কাছে। গতকাল আল থুমামা স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রকে হারানো বা ড্র করলেই শেষ ষোলোয় চলে যেত ইরানিরা। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১-০ গোলে হেরে পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যায় ইরানের। 

এর আগে, ২১ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ৬-২ গোলে হেরে বিধ্বস্ত অবস্থায় বিশ্বকাপ মিশন শুরু করেছিল ইরান। পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় ইরান। ২৫ নভেম্বর আহমেদ বিন আলি স্টেডিয়ামে শেষ মুহূর্তের রোমাঞ্চে ওয়েলসকে ২-০ গোলে হারিয়ে দেয় তারা। আর গতকাল যুক্তরাষ্ট্রের কাছে ১-০ গোলে হেরে যায় ইরানিরা। 

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ শুরু’, ‘সাজানো’ নাটক বলছেন বিশ্লেষকেরা

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

মার্কিন ঘাঁটিতে তৎপরতা, সতর্ক অবস্থানে ইরান

ইরানে অস্থিরতার সুযোগে অনুপ্রবেশের চেষ্টা করছে কুর্দি যোদ্ধারা, তেহরানে উদ্বেগ

ইরানের বিরুদ্ধে হামলায় সৌদি ভূমি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না রিয়াদ

ইরানের হুমকির পর মার্কিন কর্মীদের কাতারের ঘাঁটি ছাড়ার পরামর্শ

ইরান ছাড়তে চাওয়া মানুষের ভিড় বাড়ছে তুরস্ক সীমান্তে

প্রতিবেশী দেশে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানার আগাম হুমকি ইরানের