হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে জয়ে নয়, হারেই রাজপথে উচ্ছ্বসিত ইরানিরা

সারা বিশ্বেই চলছে ফুটবল বিশ্বকাপের জোয়ার। এর বাইরে নয় বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল ইরানও। গতকাল মঙ্গলবার ইরান বনাম যুক্তরাষ্ট্রের মধ্যকার খেলায় ইরানের হারে আনন্দ দেশটির সানন্দাজ শহরের রাজপথে নেমে এসেছিল ইরানি জনগণের একটি অংশ। নেচে গেছে উদ্‌যাপন করেছেন তাঁরা এই হার।

ইরানি সাংবাদিক মাসিহ আলিনেজাদ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একাধিক ভিডিও শেয়ার করেছেন এই বিষয়টি নিয়ে। ভিডিও থেকে দেখা গেছে, একদল ইরানি সানন্দাজ শহরের রাস্তায় নেমে গানের তালে তালে দল বেঁধে নাচছেন। 

ভিডিওগুলো শেয়ার করে মাসিহ আলিনেজাদ লিখেছেন, ‘ইরান এমন একটি দেশ, যেখানে মানুষ ফুটবলের প্রতি খুবই আবেগপ্রবণ। এখন তারা সানন্দাজ শহরের রাস্তায় নেমেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের ফুটবল দলের হারের উদ্‌যাপন করছে। তারা চায় না সরকার খেলাধুলাকে ব্যবহার করে তার খুনি শাসনব্যবস্থাকে স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠা করুক।’ 

কাতার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার অনেক সম্ভাবনা ছিল ইরানের কাছে। গতকাল আল থুমামা স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রকে হারানো বা ড্র করলেই শেষ ষোলোয় চলে যেত ইরানিরা। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১-০ গোলে হেরে পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যায় ইরানের। 

এর আগে, ২১ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ৬-২ গোলে হেরে বিধ্বস্ত অবস্থায় বিশ্বকাপ মিশন শুরু করেছিল ইরান। পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় ইরান। ২৫ নভেম্বর আহমেদ বিন আলি স্টেডিয়ামে শেষ মুহূর্তের রোমাঞ্চে ওয়েলসকে ২-০ গোলে হারিয়ে দেয় তারা। আর গতকাল যুক্তরাষ্ট্রের কাছে ১-০ গোলে হেরে যায় ইরানিরা। 

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪