হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক চাপে ইসরায়েল

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। গাজার ঘনবসতিপূর্ণ রাফাহ অঞ্চলে স্থল অভিযান বন্ধে ইসরায়েলের ওপর আরও আইনি চাপ সৃষ্টি করতে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রতি অনুরোধ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। আর রাফাহে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে ইসরায়েল অভিযানের উদ্যোগ নিচ্ছে কি না, তা দ্রুত জানতে ইউরোপীয় কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে স্পেন ও আয়ারল্যান্ড। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারির শেষ দিকে গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধে ইসরায়েলকে নির্দেশ দেয় আইসিজে। এরপরও সেখানে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এ ছাড়া তাদের বাহিনী ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আইসিজেকে তাঁর অন্তর্বর্তী আদেশ পুনর্বিবেচনা এবং একটি কঠোর আদেশ জারির করতে অনুরোধ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। 

দক্ষিণ আফ্রিকা বলেছে, অন্তর্বর্তী আদেশের পর থেকে গাজা পরিস্থিতির ওপর আদালতের জরুরি মনোযোগ প্রয়োজন। 

এদিকে ইসরায়েলি সামরিক অভিযানের কারণে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণে ইইউর প্রতি আহ্বান জানিয়েছে স্পেন ও আয়ারল্যান্ড। এ নিয়ে গতকাল এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সেখানে তিনি লিখেছেন, গাজার রাফাহে মানবাধিকার লঙ্ঘন করে কিছু করা হচ্ছে কি না, পর্যবেক্ষণে দ্রুত পদক্ষেপ নিতে ইউরোপীয় কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে তাঁর দেশ ও আয়ারল্যান্ড। 

অপরদিকে, ইসরায়েলি বন্দীদের মুক্তি ও গাজায় যুদ্ধবিরতির বিষয়ে মিসরের কায়রোতে একটি আলোচনা চলছে। সেখানে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম বার্নসের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া বৈঠক করেছেন। এই বৈঠকে মধ্যস্থতা করছে কাতার ও মিসরের কর্মকর্তারা। বৈঠকের পর কায়রোর কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনা ইতিবাচক। তবে এই আলোচনা আরও তিন দিন চলতে পারে। 

কায়রোয় যখন আলোচনা হচ্ছে তখন গাজায় হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সেখানে নিহত হয়েছে ১০৩ জন। এ নিয়ে ২৮ হাজার ৫৭৬ জন নিহত হলো। এর মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় এ পর্যন্ত ৬৮ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। যদিও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, এই সংখ্যা আরও বেশি। কারণ, সেখানে ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে চাপা পড়ে আছে।

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে