হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হ্যাকিংয়ের শিকার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন 

কিছুক্ষণের জন্য হ্যাকিংয়ের শিকার হয়েছিল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। স্থানীয় সময় শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সংবাদ সম্প্রচারের সময় হঠাৎই হ্যাকার গ্রুপ এর দখল নেয়।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, হ্যাকিংয়ের সময় টেলিভিশনের পর্দায় সংবাদ বন্ধ হয়ে ভেসে ওঠে একটি মুখোশ। এরপর পর্দায় আসে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি ছবি। ছবিতে দেখা যায়, খামেনির চারপাশে আগুন জ্বলছে। হ্যাকাররা তাদের দলটির নাম ‘আদালত আলি’ বা আলি’স জাস্টিস বলে উল্লেখ করেছে।

এ ছাড়া আলী খামেনির কপাল নিশানা করা হয়েছে বন্দুক দিয়ে। খামেনির নিচে দেখা যাচ্ছে কুর্দি তরুণী মাহসা আমিনিসহ চলমান বিক্ষোভে নিহত তিন তরুণীর ছবি।

সম্প্রতি তেহরানে পুলিশ হেফাজতে মাহসা আমিনি নামের এক তরুণীর মৃত্যুর প্রতিবাদে দেশটিতে ছড়িয়ে পড়া বিক্ষোভ যখন চরমে, তখনই হ্যাকিংয়ের ঘটনাটি ঘটে।

ইরানের নেতা খামেনির বিরুদ্ধে এ ধরনের প্রতিবাদ দেশটিতে বিরল। তবে মাহসার মৃত্যুকে কেন্দ্র করে মাঝেমধ্যে প্রকাশ্যে তাঁর বিরোধিতা করতে দেখা যাচ্ছে আন্দোলনকারীদের।

উল্লেখ্য, সম্প্রতি ইরানে নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর ঘটনায় দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। চলমান বিক্ষোভ দমাতে আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে ইরানি পুলিশ ও নিরাপত্তা বাহিনী। নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের দেওয়া তথ্যানুসারে, তিন সপ্তাহ আগে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত দেড় শতাধিক মানুষ নিহত হয়েছে। এ ছাড়া সাংবাদিক, অধিকারকর্মী, শিক্ষকসহ অন্তত ১ হাজার ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিরিয়ায় যুদ্ধবিরতির চুক্তি গেল ভেস্তে, সংঘাত তীব্রতর

ইয়েমেনে আমিরাতের গোপন বন্দিশালা, মজুত করেছিল বিপুল বিস্ফোরক

সৌদি আরবে প্রবাসীদের কাজের সুযোগ কমছে, ১৮ পেশায় ৬০ শতাংশ ‘সৌদিকরণ’ বাধ্যতামূলক

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের পা রাখতে দেবেন না নেতানিয়াহু

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প