হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মোসাদের সঙ্গে সহযোগিতার অভিযোগে ৪ ইরানির মৃত্যুদণ্ড 

ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মোসাদের সঙ্গে সহযোগিতার অভিযোগে চার ইরানিকে মৃত্যুদণ্ড দিয়েছে তেহরান। একই অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে ৩ জনকে। স্থানীয় সময় গতকাল রোববার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইরানের সর্বোচ্চ আদালত এর আগে তাদের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল। ইরানের বার্তা সংস্থা ইরনা এবং তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির পৃথক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

ইরনার প্রতিবেদন অনুসারে, বিচার বিভাগ অনুসারে—ওই চার ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত ও সরকারি সম্পত্তি ধ্বংস, অপহরণ এবং মিথ্যা স্বীকারোক্তি আদায়ের অভিযোগ আনা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ওই চারজন হলেন—হোসেইন অর্দুখানজাদেহ, শাহিন ইমানি মাহমুদাবাদ, মিলাদ আশরাফি আতবাতান এবং মনসুর শাহবান্দি বেজান্দি। এ ছাড়া আরও তিনজনকে একই অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫ থেকে ১০ বছর মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। 

ইরনার বরাত দিয়ে আনাদলু এজেন্সি জানিয়েছে—ইরানের বিচার বিভাগের এক কর্মকর্তা জানিয়েছে, চলতি বছরের জুন মাসে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ওই গোয়েন্দাদের পরিচালিত যৌথ অভিযানে দণ্ডপ্রাপ্তদের গ্রেপ্তার করা হয়। 

এদিকে, চলতি বছরের নভেম্বরে তেহরানের উপকণ্ঠে এক অপারেশনে শীর্ষ ইরানি পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ নিহত হন। ইরান এই ঘটনার জন্য ইসরায়েলকেই দায়ী করে আসছিল। এই ঘটনার পরপরই দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। 

ইরানের ভেতরে গোয়েন্দা কার্যক্রম চালানোর অভিযোগে ইরান সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড ও কারাদণ্ড দিয়েছে। তবে ইসরায়েলও ইরানের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে বিদেশে ইসরায়েলি নাগরিকদের ওপর হামলার পরিকল্পনার অভিযোগ করেছে। 

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না

ইরানে আন্দোলন: নিহত বেড়ে ১১৬, যুক্তরাষ্ট্র হামলা করলে ‘লক্ষ্যবস্তু হবে ইসরায়েল’

ইরানে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা, সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল

সিরিয়ার আলেপ্পো ছাড়ল এসডিএফ, ১৪ বছরের কুর্দি শাসনের অবসান