হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মরুভ্রমণে যাওয়া সৌদি দম্পতির লাশ মিলল তাঁবুতে

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

সৌদি আরবের আল-জওফ প্রদেশের কুরাইয়াত শহরের একটি মরুভূমিতে তাঁবুর ভেতর এক দম্পতির লাশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, শীত নিবারণের জন্য তাঁরা তাঁবুর ভেতর কয়লা জ্বালিয়েছিলেন। এর থেকে নির্গত কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়।

সৌদি সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, নিহত দুজন হলেন কাবলেন আল-শারারি ও তাঁর স্ত্রী। রাজধানী রিয়াদ থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে সাকাকার পূর্বাঞ্চলে একটি মরুভূমিতে তাঁরা তাঁবু খাটান। মূলত, মরুভূমিতে ট্রাফল সংগ্রহ ও রাত্রিযাপন করতে গিয়েছিলেন তাঁরা।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, দীর্ঘ সময় তাঁদের কোনো খোঁজ না পেয়ে স্বজনেরা উদ্ধারের জন্য আবেদন করেন। পরে একটি উদ্ধারকারী দল অনেক খোঁজাখুঁজি করে সাকাকার মরুভূমিতে একটি তাঁবুর ভেতর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে।

সৌদি নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, তাঁবুর ভেতরে কয়লা জ্বালানোর কারণে বাতাসে বিপজ্জনক পরিমাণে কার্বন মনোক্সাইড জমে গিয়েছিল। এটি একটি নীরব ঘাতক, যা গন্ধ ও বর্ণহীন হওয়ায় আক্রান্তরা বিষক্রিয়ার শিকার হলে তা বুঝতে পারেন না।

এ ঘটনার পর দেশটির সিভিল ডিফেন্স বিভাগ নাগরিকদের প্রতি সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, কয়লা বা কাঠ জ্বালিয়ে উষ্ণতা পাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। বিশেষ করে, ঘরের ভেতরে বা তাঁবুর মতো বদ্ধ স্থানে তা জ্বালানো উচিত নয়।

সিভিল ডিফেন্স আরও বলেছে, শীতের সময় গরম করার আধুনিক যন্ত্র ব্যবহার করা নিরাপদ। এসব যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, ফলে বিষক্রিয়ার ঝুঁকি কম থাকে।

নিহতদের জানাজা আল-কুরাইয়াত শহরের কিং ফাহাদ মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থা নোখবাত আল-শামাল অ্যাসোসিয়েশন। সংস্থাটি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে