হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরবে ঈদুল আজহার তারিখ ঘোষণা

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

সৌদি আরবে আজ মঙ্গলবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আমিরাত-ভিত্তিক গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদের তামির এলাকা থেকে জিলহজ মাসের চাঁদ দেখা যায়।

এর ফলে আগামীকাল বুধবার (২৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস শুরু হবে। সেই অনুযায়ী, ঈদুল আজহা উদ্‌যাপিত হবে আগামী ৬ জুন শুক্রবার। কারণ ঈদুল আজহা ইসলামি চন্দ্রপঞ্জিকার ১২ তম ও শেষ মাস জিলহজের ১০ তারিখে পালিত হয়। এ ছাড়াও এবার আরাফাত দিবস হবে আগামী ৫ জুন (বৃহস্পতিবার)।

সাধারণত চাঁদ দেখাসাপেক্ষে সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হয়। তাই এবার দেশে ৭ জুন কুরবানির ঈদ হতে পারে।

ঈদুল আজহা বা ‘কুরবানির ঈদ’ হলো মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। হজ পালনকারীরা জিলহজ মাসে পবিত্র মক্কায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন, যার চূড়ান্ত দিনগুলোর মধ্যে ঈদুল আজহার দিনটি অন্যতম।

এই দিনটি স্মরণ করিয়ে দেয় হজরত ইব্রাহিম (আ.)-এর সেই মহান আত্মত্যাগ, যেখানে তিনি আল্লাহর আদেশে নিজের প্রিয় পুত্রকে কুরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন।

ঈদুল আজহার দিনে মুসলমানরা নামাজ আদায় করেন, কুরবানি দেন, আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন এবং দরিদ্রদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন।

এই উৎসবটি বিশ্বব্যাপী মুসলমানদের জন্য ত্যাগ, শ্রদ্ধা, ঐক্য ও দানশীলতার প্রতীক।

ইরানে বিক্ষোভ দমনে সহিংসতার ঘটনায় উদ্বেগ জাতিসংঘের মানবাধিকারপ্রধানের

তেহরানে সাতটি নিথর দেহ পড়ে থাকার ভিডিও ভাইরাল, ফ্যাক্টনামেহ বলছে ফুটেজগুলো সাম্প্রতিক

বিক্ষোভের মধ্যে ইরানের পতাকার ইমোজিতে পরিবর্তন আনছে এক্স

ইরান চালায় কারা, কীভাবে

দেশজুড়ে ইন্টারনেট বন্ধ থাকলেও সক্রিয় খামেনির এক্স অ্যাকাউন্ট

ইরানে আরও ১৬ শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ

ইরানে বিক্ষোভ নিয়ে দেশটির রাষ্ট্রীয় টিভিগুলো যা বলছে

১৮ ঘণ্টা ধরে ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান: ক্লাউডফ্লেয়ার

ইরানকে ‘সংযমী’ হতে বলল যুক্তরাজ্য, বিক্ষোভকারীদের পাশে থাকার আশ্বাস

ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিক্ষোভকারীরা ট্রাম্পতুষ্টি করছে বললেন খামেনি