হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলজুড়ে ইরানের ধ্বংসযজ্ঞ, ব্যাপক ক্ষয়ক্ষতি

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানি হামলায় ক্ষতি ইসরায়েলের একটি এলাকা। ছবি: সংগৃহীত

ইসরায়েল গতকাল শুক্রবার ভোরে ইরানে হামলা চালায়। এর জবাবে আজ শনিবার ইরানও ইসরায়েলের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সহায়তা। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশিত খবর ও ছবি থেকে দেখা গেছে, ইরানি হামলায় ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কেবল তাই নয়, বস্তুগত ক্ষতির পাশাপাশি বেশ কয়েকজন হতাহতের খবরও পাওয়া গেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, ইসরায়েলের রিশন লেজিওনের একটি আবাসিক এলাকার কাছে ইরান প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রিশন লেজিওন শহরটি তেল আবিবের দক্ষিণে অবস্থিত। জাতীয় জরুরি সেবা সংস্থা ম্যাজেন ডেভিড অ্যাডাম (এমডিএ) জানিয়েছে, তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে একাধিক ভবনের ব্যাপক ধ্বংসস্তূপ দেখতে পান।

সিএনএনের যাচাই করা এক ভিডিওতে দেখা গেছে, ইরানের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের পেন্টাগন বলে পরিচিত তেল আবিবের কিরিয়া এলাকায় আঘাত হানে। এই এলাকাতেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান দপ্তর অবস্থিত।

এক প্রত্যক্ষদর্শীর কাছের একটি ভবন থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ইরানি একটি ক্ষেপণাস্ত্র ভূমিতে আঘাত হানে এবং একটি বিশাল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আঘাতের জায়গা থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

তেল আবিবের পূর্বে অবস্থিত শহর রামাত গানেও ইরানি হামলার খবর পাওয়া গেছে। ইরানি হামলায় একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটাই দেখা গেছে বার্তা সংস্থা এপির তোলা ছবি থেকে। তেল আবিবেও ইরানি হামলায় অনেকগুলো আবাসিক ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া, ইসরায়েলের মধ্যাঞ্চলের উপকূলীয় শহর নেতানিয়াও ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটি অবকাশ যাপনের জন্য বিখ্যাত।

এদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে দেড় শতাধিক। বিভিন্ন ইসরায়েলি হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ১৫০ জনের বেশি আহত হয়েছে। আহতদের বেশির ভাগই শেবা, ইচিলভ, বেইলিনসন, উল্ফসোন, কাপলান এবং শামির হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে অন্তত ২৯ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বেইলিনসন হাসপাতালে ১৮ জন আহতকে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে একজন মাঝারি এবং ১৭ জন সামান্য আহত ছিল। কাপলান হাসপাতালে ৯ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে, যাঁদের সবার আঘাত সামান্য ছিল।

হোলনের উল্ফসোন মেডিকেল সেন্টারে ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে দুজন মাঝারি এবং ১৭ জন সামান্য আহত ছিল। তেল আবিব সুরাস্কি মেডিকেল সেন্টারে ৫২ জন আহতকে আনা হয়েছিল। এর মধ্যে একজন মাঝারি এবং ছয়জন সামান্য আহত ছিল।

শামির মেডিকেল সেন্টারে আরও ছয়জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে পাঁচজন মাঝারি এবং একজন সামান্য আহত ছিল। তেল হাশোমারের শেবা মেডিকেল সেন্টারে ৫১ জন আহত হয়েছিল। এর মধ্যে একজন গুরুতর, সাতজন মাঝারি এবং ৪৩ জন সামান্য আহত ছিলেন। এদের মধ্যে ২৯ জনকে ইতিমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা