হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

প্রথম দেশ হিসেবে করোনা টিকার চতুর্থ ডোজ দেবে ইসরায়েল

বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনায় আক্রান্ত ও মৃত্যু বাড়ছেই। করোনা থেকে বাঁচতে বুস্টার ডোজের দিকে আগাচ্ছে অনেক দেশ। এর মধ্যে চতুর্থ ডোজ টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েল। আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ইসরায়েল বলছে, ওমিক্রনের প্রভাবে যেন করোনার নতুন ঢেউ আছড়ে না পড়ে, সেই লক্ষ্যেই চতুর্থ ডোজ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের মহামারি বিশেষজ্ঞরা ৬০ বছরের বেশি বয়সী এবং স্বাস্থ্যকর্মীদের করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার পরামর্শ দিয়েছে। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট চতুর্থ ডোজ দেওয়ার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। তিনি দেশটির কর্মকর্তাদের এ ব্যাপারে প্রস্তুতি শুরুর নির্দেশ দিয়েছেন। 

উল্লেখ্য, স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটে। এর পরই করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার পরিকল্পনার কথা জানা গেল। 

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত দেশটিতে করোনার নতুন ধরন ওমিক্রনে কমপক্ষে ৩৪০ জন শনাক্ত হয়েছেন।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুসারে ইসরায়েলে ১৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে এবং ৮ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে।

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি