হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে যেভাবে ব্যর্থ হলো ইসরায়েলের শত কৌশল

আজকের পত্রিকা ডেস্ক­

ইসরায়েলি ভূখণ্ডে এক ঘণ্টায় পাঁচ দফা হামলা চালিয়েছে ইরান। ছবি: এএফফি

ইরানে টানা ১১ দিন বোমাবর্ষণ করেছে ইসরায়েল। যুদ্ধবিরতির ঘোষণার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করলেন, ইসরায়েলের লক্ষ্য অর্জিত হয়েছে। এই দাবি আসলেই কি অর্জিত হয়েছিল? প্রশ্ন কিন্তু থেকে যায়।

স্বল্প সময়ের এ যুদ্ধের শুরুতে নেতানিয়াহু দুটি লক্ষ্য ঘোষণা করেছিলেন, ইরানের পারমাণবিক কার্যক্রমের বিনাশ ও শাসনব্যবস্থার বদল।

ইরানের পারমাণবিক কার্যক্রমের মূলোৎপাটন কি আদৌ করতে পেরেছে ইসরায়েল? সম্ভবত না। ধারণা করা হচ্ছে, ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার আগেই ফোরদো পারমাণবিক কেন্দ্র থেকে তেজস্ক্রিয় পদার্থ সরিয়ে ফেলা হয়েছিল। ইরানের পারমাণবিক কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের কোনো ক্ষতি হয়নি। অতএব ইসরায়েলের এই লক্ষ্য অর্জিত হয়েছে বলা যাচ্ছে না।

ইরানের পারমাণবিক স্থাপনায় শক্তিশালী বাংকার বাস্টার বোমা ম্যাসিভ অর্ডন্যান্স পেনেট্রেটর (এমওপি) ব্যবহার করে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে পেরেছিল ইসরায়েল। তবে এর বাইরে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এ যুদ্ধে তেমন কোনো সহায়তা দেয়নি। বাংকার বাস্টার পারমাণবিক স্থাপনাগুলোর কতটা ক্ষয়ক্ষতি করেছে, সে বিষয়ে সঠিক তথ্য পাওয়া কঠিন, কারণ, ইরান আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সেখানে প্রবেশের অনুমতি দেবে, এ আশা ক্ষীণ।

আর ইরানের শাসনক্ষমতায় পরিবর্তন আনতে ইসরায়েল যে কৌশল নিয়েছিল, তার পরিণতি হিসেবে যা ভেবে রেখেছিল, বাস্তবে হয়েছে তার উল্টো।

ইরানের শীর্ষ সামরিক নেতাদের হত্যা করে শাসকগোষ্ঠীর বিরুদ্ধে দেশজুড়ে গণবিক্ষোভ উসকে দিতে চেয়েছিল ইসরায়েল। এই কৌশলের পেছনে ছিল ইসরায়েলের দীর্ঘদিনের বিশ্বাস। ইসরায়েল মনে করে, শত্রু রাষ্ট্রকে অস্থির করতে হলে দেশটির শীর্ষ নেতাদের হত্যা করাই সবচেয়ে কার্যকর উপায়। কিন্তু ইতিহাস বলছে, এই কৌশল কার্যকর হওয়ার নজির নেই বললেই চলে।

একটা ব্যতিক্রম ছিল, লেবাননে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যু। তবে নাসরুল্লাহর মৃত্যুর পাশাপাশি দেশটির অভ্যন্তরীণ রাজনীতির সংকটও এ ক্ষেত্রে বড় প্রভাব ফেলেছিল। আর অন্যান্য ঘটনায় ইসরায়েলি হত্যাকাণ্ডগুলো বড় কোনো রাজনৈতিক পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে।

ইরানে ইসরায়েলের এই কৌশলের ফলে বিভক্ত হয়ে যাওয়ার বদলে ইরানের জনগণ একত্র হয়েছেন। একসঙ্গে হয়ে সরকারের পাশে দাঁড়িয়েছেন তাঁরা। এই মৃত্যুগুলো তাঁদের শোককে শক্তিতে পরিণত করেছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ কমান্ডারদের হত্যা করেছে ইসরায়েল। ইরানের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী শক্তি এবং একই সঙ্গে জনগণের একটি বড় অংশের কাছে ঘৃণিত এই আরজিসি। এরপরও অনেক ইরানিই এই পরিস্থিতিতে সরকারের পক্ষেই অবস্থান নিয়েছেন। কারণ, ইরানিরা এ হামলাকে শুধু শাসনব্যবস্থা নয়, বরং গোটা ইরানের ওপর আক্রমণ হিসেবে দেখছে।

শাসনব্যবস্থার ওপর আঘাতের নামে শাসনব্যবস্থার প্রতীক লক্ষ্য করে ইসরায়েল বোমাবর্ষণ করেছিল, সেটি পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে।

এর একটি উদাহরণ হিসেবে বলা যায়, কুখ্যাত এভিন কারাগারে হামলার কথা। রাজনৈতিক বন্দীদের নির্যাতনের জন্য কুখ্যাত এই কারাগারে হামলার মধ্য দিয়ে ইসরায়েল বোঝাতে চেয়েছিল, দমন-পীড়নের বিরুদ্ধে ইরানি জনগণের সংগ্রামের সহায়তা করতে চায় তারা। কিন্তু এতে হিতে বিপরীত হয়েছে। এই হামলার পর বন্দীদের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। কর্তৃপক্ষ তাঁদের সরিয়ে নিয়েছে অজ্ঞাত জায়গায়।

এ ছাড়া ইসরায়েলকে ধ্বংস করতে ইরানের প্রতিশ্রুতির প্রতীক ‘ইসরায়েল ডুমসডে ক্লক’ লক্ষ্য করে চালানো হামলাও ছিল চরম হতাশাজনক ও ব্যর্থ। অনেকে বলছেন, এই হামলা ইসরায়েলের এক হাস্যকর পদক্ষেপ ছিল।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে ইসরায়েলের হামলাও বিস্ময়ের জন্ম দিয়েছে। ইসরায়েলের দাবি, তারা শাসকগোষ্ঠীর প্রোপাগান্ডা ছড়ানোর প্রচেষ্টা থামাতে চাচ্ছিল। কিন্তু অনেক ইসরায়েলিই বলছেন, এই হামলার মাধ্যমে ইরানিদের উল্টো সুযোগ করে দেওয়া হয়েছে পাল্টা ইসরায়েলি টেলিভিশন চ্যানেলগুলোকে লক্ষ্য বানানোর।

এত কিছুর পরও ইসরায়েল তার ঘোষিত যুদ্ধলক্ষ্য পূরণে ব্যর্থ। আরও প্রশ্ন উঠছে, এই হামলা চালিয়ে অন্তত বিশ্বের সমর্থন কি আদায় করতে পেরেছে ইসরায়েল? বা গাজা প্রসঙ্গ আড়ালে ফেলে ‘ন্যায়ের লড়াইকারী’ হিসেবে ভাবমূর্তি গঠনের চেষ্টায় কি সফল হয়েছে? ইসরায়েল যদি এমন দাবি করে, তা সত্যিই অমূলক বলে মনে হবে।

নিঃসন্দেহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা আন্তর্জাতিক আইনের একাধিক গুরুতর নিয়ম লঙ্ঘন বলা যায়। আর তাঁর এ কাজের দীর্ঘমেয়াদি কূটনৈতিক প্রভাব পড়বে বলেই ধারণা করা হচ্ছে। তবে ট্রাম্প সরাসরি ইসরায়েলের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করেননি। হামলার পরপরই মার্কিন বোমারু বিমানগুলো ফিরে গেছে দেশে।

আবার এই হামলার আগে-পরে ট্রাম্প বারবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার আহ্বান জানিয়েছেন। এখানে ইসরায়েলও অন্তর্ভুক্ত থাকতে পারে বলে মনে করেন তিনি। এতে বোঝা যায়, ট্রাম্প এই হামলা মূলত নিজের ও উপসাগরীয় মিত্রদের স্বার্থরক্ষার জন্য চালিয়েছিলেন।

বিশ্বের কয়েকজন নেতা তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের হামলার ও ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকার’-এর পক্ষে সমর্থন জানিয়েছেন। যাঁদের মধ্যে ছিলেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। তবে নেতাদের কেউই ইসরায়েলের কঠোর শর্তগুলোর সমর্থন করেননি, যার মধ্যে আছে—ইরান কোনো অবস্থাতেই ইউরেনিয়ামসমৃদ্ধ হতে পারবে না।

এদিকে বিশ্ব আবার সেই পুরোনো নীতিতে ফিরে গেছে, ‘পারমাণবিক অস্ত্র নয়’। অথচ এই নীতিতে বহু আগেই ইরান সম্মতি জানিয়েছিল।

অর্থাৎ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বাস্তবতায় বিশ্ব এখন ইরানকে ব্যবসার জন্য বৈধ ও গ্রহণযোগ্য অংশীদার হিসেবেই দেখছে। এটি ইসরায়েলের জন্য একটি পরাজয় এবং ইরানের জন্য একটি কূটনৈতিক বিজয়।

ইসরায়েলের অভ্যন্তরীণ ক্ষয়ক্ষতিও গুরুত্বপূর্ণ। এটা সত্য, ইসরায়েল খুব দ্রুত ইরানের আকাশসীমায় আধিপত্য নিয়ে ইচ্ছেমতো হামলা চালিয়েছিল। তবে ইরানও থেমে থাকেনি। বারবার ইসরায়েলের বিখ্যাত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে দেশটির রাজধানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। পুরো দেশ অচল করে তোলে এবং নজিরবিহীন হতাহতের পাশাপাশি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।

যুদ্ধ চলাকালে ইসরায়েলের প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র (ইন্টারসেপ্টর মিসাইল) দ্রুত শেষ হয়ে যাচ্ছিল এবং তা দ্রুত পূরণের সম্ভাবনাও ছিল না। যার ফলে যুদ্ধের চাপ ও নিরাপত্তাঝুঁকির কারণে ইসরায়েলের অর্থনীতিও দ্রুত ভেঙে পড়ছিল। এটিও ছিল ইরানের আরেকটি বড় সাফল্য।

১২ দিনের যুদ্ধ শেষ। টানা বোমা হামলায় ক্ষতবিক্ষত ও বিধ্বস্ত ইরান। শত শত প্রাণহানি হয়েছে দেশটিতে। তবুও ভেঙে পড়েনি এই ইসলামি প্রজাতন্ত্র। বরং ইরানের ক্ষেপণাস্ত্র সঠিক লক্ষ্যভেদ করেছে। বিশ্বব্যাপী বেশির ভাগ দেশই ইরানকে এই যুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের শিকার হিসেবে দেখছে। পাল্টা তুমুল হামলা চালিয়েও ইরানের ভাবমূর্তি বিনষ্ট হয়নি। বরং পাল্টা জবাব হিসেবে কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার আগে সতর্কবার্তা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।

ইরান এমনভাবেই প্রভাব বিস্তার করেছে যে, যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিলে ট্রাম্পকে ইসরায়েলকে সতর্ক করতে বাধ্য করেছেন যেন আর কোনো হামলা না চালানো হয়।

শেষ পর্যন্ত ইরান এমনভাবে যুদ্ধ থেকে বেরিয়ে এসেছে, যেমনটা তারা সব সময় চায়। ‘শত আঘাতে ক্ষতবিক্ষত হলেও দৃঢ়ভাবে টিকে থাকা এবং ভবিষ্যতের জন্য সম্ভাবনা রেখে দেওয়া।’

আল-জাজিরা থেকে ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গের মতামত অনুবাদ করেছেন আজকের পত্রিকার সহ-সম্পাদক ফারহানা জিয়াসমিন।

আরও খবর পড়ুন:

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে