হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গোয়েন্দাদের আরবি ভাষা ও ইসলামি জ্ঞানার্জন বাধ্যতামূলক করল ইসরায়েল

আজকের পত্রিকা ডেস্ক­

সেনা গোয়েন্দাদের জন্য আরবি ভাষা ও ইসলামি জ্ঞানার্জন বাধ্যতামূলক করেছে ইসরায়েল। ছবি: এএফপি

ইসরায়েলি সামরিক বাহিনীর গোয়েন্দাদের জন্য আরবি ভাষা ও ইসলামিক জ্ঞানার্জন বাধ্যতামূলক করা হয়েছে। মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর গোয়েন্দা ব্যর্থতার পরিপ্রেক্ষিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গোয়েন্দা শাখার সব সৈনিক ও কর্মকর্তার জন্য আরবি ভাষা এবং ইসলামিক স্টাডিজ প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের তথ্য অনুযায়ী, এই নতুন প্রশিক্ষণ গোয়েন্দা কর্মীদের বিশ্লেষণাত্মক সক্ষমতা জোরদার করার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে। আগামী বছরের মধ্যে ইসরায়েলের সামরিক গোয়েন্দা পরিদপ্তরের (আমান) শতভাগ কর্মীকে ইসলামিক স্টাডিজে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের ৫০ শতাংশ আরবি ভাষার প্রশিক্ষণ নেবেন।

আমানের প্রধান মেজর জেনারেল শ্লোমি বিন্ডার এই পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। এই কর্মসূচিতে হুতি ও ইরাকি উপভাষায় বিশেষ প্রশিক্ষণের ওপরও জোর দেওয়া হবে। কারণ গোয়েন্দারা হুতি যোগাযোগ ডিসাইফার (সাংকেতিক বার্তা পাঠোদ্ধার) করতে সমস্যার সম্মুখীন হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেন ও আরবের অন্যান্য অংশে সামাজিকভাবে প্রচলিত চর্বনযোগ্য হালকা মাদকদ্রব্য ‘কাত’ ব্যবহারের কারণে কথার স্পষ্টতা অনেকটাই নষ্ট হয়। এই নতুন নিয়মের বিষয়ে আমানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলি আর্মি রেডিওকে বলেন, ‘এখন পর্যন্ত আমরা সংস্কৃতি, ভাষা এবং ইসলামের বিষয়ে যথেষ্ট ভালো ছিলাম না। এই ক্ষেত্রগুলোতে আমাদের উন্নতি করতে হবে। আমরা আমাদের গোয়েন্দা কর্মকর্তা ও সৈনিকদের গ্রামে বেড়ে ওঠা আরব বাচ্চাদের মতো বানাব না, তবে ভাষা ও সংস্কৃতি অধ্যয়নের মাধ্যমে আমরা তাদের মধ্যে সন্দেহ এবং গভীর পর্যবেক্ষণ তৈরি করতে পারব।’

আর্মি রেডিওর সামরিক সংবাদদাতা ডোরন কাদোশ বলেছেন যে, আরবি ও ইসলামিক শিক্ষার জন্য একটি নতুন বিভাগ খোলা হবে। এ ছাড়া, আইডিএফ ইসরায়েলি মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয়গুলোতে আরবি ও মধ্যপ্রাচ্য অধ্যয়নের জন্য নিবেদিত বিভাগ ‘তেলেম’ পুনরায় খোলার পরিকল্পনা করেছে। আগে বাজেট সংকটের কারণে এই বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে দেশে আরবি অধ্যয়নরত কর্মীর সংখ্যায় তীব্র হ্রাস দেখা গিয়েছিল।

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে