হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কোরআন পোড়ানো নিয়ে ডেনিশ পররাষ্ট্রমন্ত্রীকে ফোনে যা বললেন প্রিন্স ফয়সাল

মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফ পোড়ানোর ঘটনায় ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। ফোনালাপে তিনি নিন্দা জানানোর পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নিতে ডেনমার্কের প্রতি আহ্বান জানান। আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে জানানো হয়েছে, গত মঙ্গলবার ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেনের সঙ্গে ওই ফোনালাপ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। ফোনালাপে কোরআন পোড়ানোকে ‘কট্টরপন্থী’ আচরণ বলে আখ্যায়িত করেছেন প্রিন্স ফয়সাল। 

প্রিন্স ফয়সাল বলেন, এ ধরণের কর্মকাণ্ড সারা বিশ্বের মুসলিমদের আঘাত করেছে। কিছু কট্টরপন্থী মত প্রকাশের স্বাধীনতার নামে এই অধিকারের অপব্যবহার করছে। কিন্তু এর ফলে শুধুমাত্র ঘৃণাই ছড়ানো হচ্ছে। কোরআন পোড়ানোর মাধ্যমে শুধু ইসলাম ধর্মকেই অবমাননা করা হচ্ছে না, বিশ্বজুড়ে মুসলিমদেরও উস্কে দেয়া হচ্ছে। 

প্রিন্স ফয়সাল হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরণের কর্মকাণ্ড যদি অনুমোদন করে যাওয়া হয় তাহলে তা ডেনমার্কের স্বার্থকে হুমকি ফেলতে পারে। শুধুমাত্র সন্ত্রাসীরা এ থেকে উপকৃত হবে। 

জবাবে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি ও তার দেশ বরাবরই কোরআন পোড়ানোর মত ঘটনার নিন্দা জানিয়ে আসছে। তবে কোনো আইনি বাধ্যবাধকতা না থাকায় এখনই এমন কর্মকাণ্ড বন্ধ করা যাচ্ছে না। 

গত রোববার ডেনমার্ক সরকার জানিয়েছে, তারা এ ধরণের প্রতিবাদ বন্ধ করতে নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে। যদিও এর পর দিনই দেশটিতে পুনরায় কোরআন পুড়িয়ে কথিত প্রতিবাদের আয়োজন করা হয়।

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার