হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কোরআন পোড়ানো নিয়ে ডেনিশ পররাষ্ট্রমন্ত্রীকে ফোনে যা বললেন প্রিন্স ফয়সাল

মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফ পোড়ানোর ঘটনায় ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। ফোনালাপে তিনি নিন্দা জানানোর পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নিতে ডেনমার্কের প্রতি আহ্বান জানান। আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে জানানো হয়েছে, গত মঙ্গলবার ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেনের সঙ্গে ওই ফোনালাপ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। ফোনালাপে কোরআন পোড়ানোকে ‘কট্টরপন্থী’ আচরণ বলে আখ্যায়িত করেছেন প্রিন্স ফয়সাল। 

প্রিন্স ফয়সাল বলেন, এ ধরণের কর্মকাণ্ড সারা বিশ্বের মুসলিমদের আঘাত করেছে। কিছু কট্টরপন্থী মত প্রকাশের স্বাধীনতার নামে এই অধিকারের অপব্যবহার করছে। কিন্তু এর ফলে শুধুমাত্র ঘৃণাই ছড়ানো হচ্ছে। কোরআন পোড়ানোর মাধ্যমে শুধু ইসলাম ধর্মকেই অবমাননা করা হচ্ছে না, বিশ্বজুড়ে মুসলিমদেরও উস্কে দেয়া হচ্ছে। 

প্রিন্স ফয়সাল হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরণের কর্মকাণ্ড যদি অনুমোদন করে যাওয়া হয় তাহলে তা ডেনমার্কের স্বার্থকে হুমকি ফেলতে পারে। শুধুমাত্র সন্ত্রাসীরা এ থেকে উপকৃত হবে। 

জবাবে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি ও তার দেশ বরাবরই কোরআন পোড়ানোর মত ঘটনার নিন্দা জানিয়ে আসছে। তবে কোনো আইনি বাধ্যবাধকতা না থাকায় এখনই এমন কর্মকাণ্ড বন্ধ করা যাচ্ছে না। 

গত রোববার ডেনমার্ক সরকার জানিয়েছে, তারা এ ধরণের প্রতিবাদ বন্ধ করতে নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে। যদিও এর পর দিনই দেশটিতে পুনরায় কোরআন পুড়িয়ে কথিত প্রতিবাদের আয়োজন করা হয়।

সিরিয়ায় যুদ্ধবিরতির চুক্তি গেল ভেস্তে, সংঘাত তীব্রতর

ইয়েমেনে আমিরাতের গোপন বন্দিশালা, মজুত করেছিল বিপুল বিস্ফোরক

সৌদি আরবে প্রবাসীদের কাজের সুযোগ কমছে, ১৮ পেশায় ৬০ শতাংশ ‘সৌদিকরণ’ বাধ্যতামূলক

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের পা রাখতে দেবেন না নেতানিয়াহু

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প