হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কোরআন পোড়ানো নিয়ে ডেনিশ পররাষ্ট্রমন্ত্রীকে ফোনে যা বললেন প্রিন্স ফয়সাল

মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফ পোড়ানোর ঘটনায় ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। ফোনালাপে তিনি নিন্দা জানানোর পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নিতে ডেনমার্কের প্রতি আহ্বান জানান। আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে জানানো হয়েছে, গত মঙ্গলবার ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেনের সঙ্গে ওই ফোনালাপ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। ফোনালাপে কোরআন পোড়ানোকে ‘কট্টরপন্থী’ আচরণ বলে আখ্যায়িত করেছেন প্রিন্স ফয়সাল। 

প্রিন্স ফয়সাল বলেন, এ ধরণের কর্মকাণ্ড সারা বিশ্বের মুসলিমদের আঘাত করেছে। কিছু কট্টরপন্থী মত প্রকাশের স্বাধীনতার নামে এই অধিকারের অপব্যবহার করছে। কিন্তু এর ফলে শুধুমাত্র ঘৃণাই ছড়ানো হচ্ছে। কোরআন পোড়ানোর মাধ্যমে শুধু ইসলাম ধর্মকেই অবমাননা করা হচ্ছে না, বিশ্বজুড়ে মুসলিমদেরও উস্কে দেয়া হচ্ছে। 

প্রিন্স ফয়সাল হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরণের কর্মকাণ্ড যদি অনুমোদন করে যাওয়া হয় তাহলে তা ডেনমার্কের স্বার্থকে হুমকি ফেলতে পারে। শুধুমাত্র সন্ত্রাসীরা এ থেকে উপকৃত হবে। 

জবাবে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি ও তার দেশ বরাবরই কোরআন পোড়ানোর মত ঘটনার নিন্দা জানিয়ে আসছে। তবে কোনো আইনি বাধ্যবাধকতা না থাকায় এখনই এমন কর্মকাণ্ড বন্ধ করা যাচ্ছে না। 

গত রোববার ডেনমার্ক সরকার জানিয়েছে, তারা এ ধরণের প্রতিবাদ বন্ধ করতে নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে। যদিও এর পর দিনই দেশটিতে পুনরায় কোরআন পুড়িয়ে কথিত প্রতিবাদের আয়োজন করা হয়।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন