হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

তালেবান মন্ত্রীকে হত্যার দায় স্বীকার করল আইএস

তালেবান সরকারের উদ্বাস্তুবিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী খলিল হাক্কানিকে হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট গ্রুপ (আইএস)। ছবি: সংগৃহীত

আফগানিস্তানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে ঢুকে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে তালেবান সরকারের উদ্বাস্তুবিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী খলিল হাক্কানিকে হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট গ্রুপ (আইএস)। স্থানীয় সময় গতকাল বুধবার কাবুলে ওই হামলার ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার আফগান গণমাধ্যম আমু টিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদন বলছে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফিরে আসার পর থেকে এবারই প্রথম এমন শীর্ষ পর্যায়ের কোনো নেতা নিহত হলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, হাক্কানি তাঁর কার্যালয় থেকে বের হওয়ার সময় বিস্ফোরণে নিহত হন। এ সময় আরও ছয়জন নিহত হন। খলিল হাক্কানি তালেবানের একটি শক্তিশালী গোষ্ঠীর একজন শীর্ষ সদস্য ছিলেন। যাকে বলা হয় হাক্কানি নেটওয়ার্ক। যুক্তরাষ্ট্র তাঁকে বিশ্বব্যাপী সন্ত্রাসী হিসেবে পরিচিত করে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুসারে, আফগানিস্তানে বিদেশি সেনাদের সঙ্গে তালেবানের ২০ বছর ধরে চলা যুদ্ধে বড় বড় হামলাগুলোর জন্য দায়ী ছিল হাক্কানি নেটওয়ার্ক।

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) খলিল হাক্কানিকে হত্যার ঘটনায় দায় স্বীকার করেছে।

আইএসের বার্তা সংস্থা আমাকের একটি প্রতিবেদনে বলা হয়, একজন আইএস ‘জঙ্গি’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে ঢুকে মন্ত্রীর কার্যালয়ের বাইরে অপেক্ষা করছিলেন এবং বাইরে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটান। এ ছাড়া, তালেবানের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন হাক্কানি আইএসের হাতে নিহত হয়েছেন। মন্ত্রী হাক্কানির ভাতিজা এবং জালালউদ্দিনের ছেলে সিরাজুদ্দিন হাক্কানি তালেবান সরকারের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী।

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে