হোম > বিশ্ব > ভারত

মমতার বিরুদ্ধে অবাঙালি প্রার্থীকে লড়াইয়ে নামাল বিজেপি

প্রতিনিধি, কলকাতা

ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবাঙালি প্রার্থী দিয়েছে বিজেপি। ক্ষমতাসীন বিজেপির হয়ে মমতার বিরুদ্ধে লড়বেন আইনজীবী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল। গত বিধানসভা নির্বাচনে কলকাতারই এন্টালি কেন্দ্র থেকে ৫৮ হাজার ভোটে পরাস্ত প্রিয়াঙ্কাকে মমতার বিরুদ্ধে প্রার্থী করা নিয়ে বিজেপির ভেতরেই নানামুখী আলোচনা শুরু হয়েছে। 

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। একই সঙ্গে ওই দিনই মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর কেন্দ্রেও ভোট। সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক এবং জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী করোনায় আক্রান্ত হয়ে মারা যান। যার ফলে ওই দুই কেন্দ্রে নির্বাচন স্থগিত হয়ে যায়। সামশেরগঞ্জে বিজেপির প্রার্থী করা হয়েছে মিলন ঘোষকে। জঙ্গিপুরে গেরুয়া শিবিরের প্রার্থী সুজিত দাস। 

প্রসঙ্গত, নন্দীগ্রাম কেন্দ্রে হারের পর ভবানীপুরে লড়ছেন মমতা। কংগ্রেস প্রার্থী না দিলেও সিপিএম আগেই শ্রীজীব বিশ্বাসের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। বিজেপি আজ আইনজীবী প্রিয়াঙ্কার নাম ঘোষণা করল। যদিও কয়েক দিন আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মমতার মতো হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে প্রিয়াঙ্কার মতো অপরিচিত মুখকে প্রার্থী করা হবে না বলে মন্তব্য করেছিলেন। 

উল্লেখ্য, জয়ের বিষয়ে নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিকের স্বামী নিসপাল সিং রানে এবং মন্ত্রী ফিরহাদ হাকিমের স্ত্রী ইসমত হাকিমকে সঙ্গে নিয়ে গিয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন। তৃণমূলের দাবি, জয় হবে বিপুল ব্যবধানে। সেই সঙ্গে গোটা দেশেই ২০২৪ সালের আগে ভবানীপুর মোদী বিরোধী আন্দোলনকে নতুন বার্তা দেবে।

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে