হোম > বিশ্ব > ভারত

পেন্টাগন নয়, বিশ্বের বৃহত্তম অফিস ভবন ‘সুরাট ডায়মন্ড বোর্স’

বিশ্বের সবচেয়ে বড় করপোরেট অফিস সুরাট ডায়মন্ড বোর্স। ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত এ বাণিজ্য কেন্দ্রটি হিরা ও গয়না বাণিজ্যের জন্য তৈরি হয়েছে। বিশ্বে কাঁচা ও পলিশ করা হিরার সবচেয়ে বড় বাণিজ্যকেন্দ্র এটি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রোববার এটি উদ্বোধন করেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রসাশনিক ভবন পেন্টাগন ছিল বিশ্বের বৃহত্তম অফিস ভবন।

যে পাঁচটি কারণে পেন্টাগনকে ছাড়িয়ে গেল সুরাট ডায়মন্ড বোর্স—

১. সাড়ে ৪ হাজারেরও বেশি অফিস সংযুক্ত অবস্থায় থাকার কারণে ডায়মন্ড বোর্সটি বিশ্বের সবচেয়ে বড় অফিস কমপ্লেক্স। এখানে ভারতের বৃহত্তম কাস্টমস ক্লিয়ারিং হাউস আছে।

২. নবনির্মিত সুরাট ডায়মন্ড বোর্সটি কাটার, পালিশকারী এবং ব্যবসায়ীসহ ৬৫ হাজারেরও বেশি হিরা পেশাদারদের জন্য ‘ওয়ান-স্টপ গন্তব্য’ হবে।

৩. ভবনটিতে সুরাট থেকে পলিশ করা হিরা কিনতে আসা ১৭৫ দেশের ৪ হাজার ২০০ ব্যবসায়ী স্থান সংকুলানের ব্যবস্থা রয়েছে। এই কেন্দ্রে অন্তর্ভুক্ত থাকবে— আমদানি-রপ্তানির জন্য একটি আধুনিক ‘কাস্টমস ক্লিয়ারেন্স হাউস’; একটি খুচরা গয়নার মার্কেট থাকবে ; এবং আন্তর্জাতিক ব্যাংকিং এবং নিরাপদ ভল্ট সুবিধা।  

৪. ৩৫ দশমিক ৫৪ একর জমির ওপর ৩ হাজার ৪০০ কোটি রুপি খরচ করে এ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। 

৫. এসডিবি ওয়েবসাইট অনুসারে, এ কমপ্লেক্সটিতে ২০ লাখ বর্গফুট এলাকা জুড়ে একটি বিনোদন কেন্দ্র ও পার্কিং করার জায়গা রয়েছে এবং এটি পঞ্চতত্ত্বের ভিত্তিতে নির্মাণ করা হয়েছে।

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’