হোম > বিশ্ব > ভারত

নুডলসের প্যাকেটে কোটি টাকার হীরা পাচার, মুম্বাই বিমানবন্দরে যাত্রী আটক

ভারতের মুম্বাই বিমানবন্দরে নুডলসের প্যাকেটে মিলেছে কয়েক কোটি টাকার হীরা। গতকাল সোমবার রাতে মুম্বাই থেকে ব্যাংকক যাওয়ার পথে এক ভারতীয় পর্যটকের স্যুটকেসের ভেতরে নুডলসের প্যাকেটের মধ্যে থেকে উদ্ধার কার হয় বিপুল অঙ্কের সোনা এবং হীরা। উদ্ধারকৃত হীরা ও স্বর্ণের মোট বাজারমূল্য ৬ কোটি ৪৬ লাখ ভারতীয় রুপি। 

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

মুম্বাইয়ের শুল্ক দপ্তরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে একটি যাত্রীর ব্যাগ থেকে ৪ কোটি ৪৪ লাখ রুপি মূল্যের ৬ দশমিক ৮ কেজি সোনা ও ২ কোটি ২০ লাখ রুপির হীরা উদ্ধার হয়েছে। এই ঘটনার পর ওই যাত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর কর্মকর্তারা। তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। 

অন্যদিকে কলম্বো থেকে মুম্বাইগামী এক বিদেশি নাগরিকের অন্তর্বাসের মধ্য থেকে ৩২১ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার করে হয়েছে। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

এ ছাড়াও ১৫-১৮ এপ্রিল পর্যন্ত দুবাই, আবু ধাবি, বাহরাইন, দোহা, রিয়াদ, মাসকাট, ব্যাংকক এবং সিঙ্গাপুর থেকে আসা ১০ ভারতীয় নাগরিকের কাছ থেকে ৬ কেজি ১৯৯ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৪০ লাখ রুপি। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

ফলে প্রশ্ন উঠছে, এই বিপুল পরিমাণ সোনা এবং হীরা কোথায় পাচার করছিল অভিযুক্তরা? ইতিমধ্যেই এই পাচারকাণ্ড নিয়ে শুরু হয়েছে তদন্ত।

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা