হোম > বিশ্ব > ভারত

ভারতের বিহারে বিষাক্ত মদপানে অন্তত ২৪ জনের মৃত্যু

ভারতের বিহার রাজ্যে বিষাক্ত মদপানে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বেশ কয়েকজন। বুধবার (১৪ ডিসেম্বর) বিহারের ছাপরা অঞ্চলের কয়েকটি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

পুলিশের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে বিষাক্ত মদপানই মৃত্যুর কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একই অভিযোগ মৃতদের পরিবারের সদস্যদেরও।

ছাপরার এ ঘটনায় বিজেপির আক্রমণের মুখে পড়েছে বিহারে নিতীশ কুমারের সরকার। কৌশলে নিতীশকে কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিহারের সাংসদ গিরিরাজ সিং। রাজ্যে নিতীশের মদ নিষিদ্ধ করার সিদ্ধান্তকে কটাক্ষ করে তিনি বলেন, ‘বিহারে মদ হলো ঈশ্বরের মতো, সর্বত্র বিরাজমান কিন্তু দেখতে পাওয়া যাবে না।’

বিহারে মাঝেমধ্যেই বিষাক্ত মদপানে মৃত্যুর ঘটনা শোনা যায়। এর পরিপ্রেক্ষিতেই গিরিরাজ বলেন, বিহারে মদ নিষিদ্ধ করার নিতীশের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার সময় এসেছে।

এ ছাড়া স্থানীয় বিজেপি বিধায়ক জনক সিং এই মৃত্যুর জন্য নিতীশ কুমারের নেতৃত্বাধীন বিহার সরকারকে অভিযুক্ত করেছেন। মৃতদের মধ্যে তিনজন তাঁর গ্রামের বাসিন্দা বলেও দাবি করেন এই বিজেপি নেতা।

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

এবার ভারত–পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করল চীন

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’