হোম > বিশ্ব > ভারত

‘ভারতের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে গোবর-গোমূত্র’

গোবর ও গোমূত্রের সঠিক প্রয়োগ ভারতের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। গতকাল শনিবার এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

শিবরাজ সিং চৌহান বলেন, গরু, গোবর ও গোমূত্রেই লুকিয়ে রয়েছে আর্থিক উন্নতির চাবিকাঠি। শুধু প্রয়োজন সঠিকভাবে প্রয়োগের। মধ্যপ্রদেশের শ্মশানগুলোতে জ্বালানির জন্য কাঠের চেয়ে গোবরই বেশি ব্যবহৃত হচ্ছে।’ তিনি আরও বলেন, পশুচিকিৎসক ও বিশেষজ্ঞদের উচিত হবে কীভাবে গরু পালন ছোট খামারি ও গবাদি পশুর মালিকদের জন্য একটি লাভজনক ব্যবসা হয়ে উঠতে পারে, সে বিষয়ে ফলাফলভিত্তিক কাজ করা। 

অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের কেন্দ্রীয় মৎস্য, পশু পালন ও দুগ্ধজাত মন্ত্রী পরশোত্তম রুপালা বলেন, গুজরাটের গ্রামীণ এলাকায় প্রচুর নারী গরু পালনের সঙ্গে যুক্ত এবং এর ফলে দুগ্ধ ব্যবসার সাফল্যও এসেছে। রুপালা এ ক্ষেত্রে নারী ভেটেরিনারি গ্র্যাজুয়েটদের সাহায্য করার জন্য কেন্দ্রের প্রতি আহ্বান জানান। 

 এর আগেও গোমূত্রের নানা উপকারিতার কথা তুলে অদ্ভুত সব দাবি করেছেন ভারতের ক্ষমতাসীন পার্টি বিজেপির নেতা-মন্ত্রীরা। কখনো তাঁরা বলেছেন, গোমূত্র পান করলে দূরে থাকে করোনাভাইরাস। আবার কখনো বলেছেন, গোমূত্র পান করলে ক্যানসার রোগীরাও সুস্থ হয়ে ওঠেন। 
 

 

 

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি