হোম > বিশ্ব > ভারত

ভারত ছেড়ে মিলিয়নিয়াররা যাচ্ছেন কোন দেশে

মিলিয়ন ডলারের মালিক হয়েছেন—এমন অন্তত ৫ হাজার ১০০ জন গত বছর, অর্থাৎ ২০২৩ সালে ভারত ছেড়ে বিদেশে চলে গেছেন। আন্তর্জাতিক বিনিয়োগ অভিবাসন বিষয়ক পরামর্শক সংস্থা ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্সের’ এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে এবার ভারত থেকে ৪ হাজার ৩০০ জন মিলিয়নিয়ার বিদেশে চলে যেতে পারে বলে অনুমান করা হয়েছে।

প্রতিবেদনে এটাও বলা হয়েছে, যেসব মিলিয়নিয়ার ভারত ছেড়ে যাচ্ছেন, তাঁদের একটি বড় অংশই এখন পাশ্চাত্যের দেশগুলোর বদলে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিচ্ছেন।

পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে ভারত বর্তমানে মিলিয়নিয়ার অভিবাসনের সংখ্যায় চীন ও যুক্তরাজ্যের পরেই অবস্থান করছে। চীনকে ছাড়িয়ে ভারত এখন বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হলেও দেশটির দেশান্তরী হওয়া মোট মিলিয়নিয়ারের সংখ্যা চীনের তুলনায় ৩০ শতাংশ কম রয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে—ভারত প্রতিবছরই কয়েক হাজার মিলিয়নিয়ার হারালেও এবং তাঁদের অনেকে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমালেও গত এক দশকে দেশটির সম্পদ ৮৫ শতাংশ বেড়েছে। এর ফলে মিলিয়নিয়ারদের দেশ ত্যাগ নিয়ে এতটা উদ্বেগ দেখা দেয়নি দেশটিতে। বরং দেশটিতে আরও নিত্যনতুন মিলিয়নিয়ার তৈরি হচ্ছে, যার সংখ্যাটি দেশ ত্যাগ করে যাওয়া ব্যক্তিদের তুলনায় অনেক বেশি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশ ত্যাগ করে গেলেও অসংখ্য মিলিয়নিয়ারের ব্যবসায়িক ও অর্থনৈতিক সম্পর্ক রয়ে গেছে ভারতের সঙ্গে। ভারতকে তাঁরা তাঁদের দ্বিতীয় বাড়ি হিসেবে গণ্য করছেন।

হ্যানলি অ্যান্ড পার্টনার্সের প্রতিবেদনটিতে অনুমান করা হয়েছে, চলতি বছর সারা বিশ্বজুড়ে প্রায় ১ লাখ ২৮ হাজার মিলিয়নিয়ার অভিবাসী হতে পারেন। আর এসব অভিবাসীর কাছে সবচেয়ে পছন্দের গন্তব্য হিসেবে আছে এখন সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র। অভিবাসী হওয়া মিলিয়নিয়াররা ফরেইন এক্সচেঞ্জ রিজার্ভেও বিশেষ ভূমিকা রাখছেন। কারণ, দেশান্তরী হওয়ার সময় তাঁরা তাঁদের সম্পদের উল্লেখযোগ্য অংশ সঙ্গে নিয়ে যাচ্ছেন।

প্রতিবেদনটিতে তাঁদেরই মিলিয়নিয়ার হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যাঁদের অন্তত ১০ লাখ ডলারের সমান বা তার চেয়েও বেশি বিনিয়োগযোগ্য নগদ অর্থ রয়েছে। আর দেশান্তরী হওয়ার জন্য কিছু কারণের কথাও উল্লেখ করেছে প্রতিবেদনটি। এসব কারণের মধ্যে রয়েছে—নিরাপত্তা, আর্থিক বিবেচ্য বিষয়, কর সুবিধা, ব্যবসায়িক সম্ভাবনা, উন্নত জীবনযাত্রা, ছেলে-মেয়েদের উচ্চশিক্ষার সুবিধা, স্বাস্থ্যগত সুবিধা এবং জীবনের মান।

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার