হোম > বিশ্ব > ভারত

আড়াই হাজার বছরের পুরোনো ভারতের গণতন্ত্র, এ নিয়ে আমাদের বলে দিতে হবে না: রুচিরা

গণতন্ত্রের বিষয়ে কী করতে হবে তা ভারতকে বলার দরকার নেই। জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি ও ডিসেম্বর মাসের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব গ্রহণ করা রুচিরা কম্বোজ দেশের বৃহস্পতিবার এই মন্তব্য করেছেন। নিরাপত্তা পরিষদের এক বৈঠকেই তিনি এই মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ভারত বৃহস্পতিবার ডিসেম্বর মাসের জন্য ১৫ সদস্য বিশিষ্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করেছে। এই মাস শেষ হলেই নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে ভারতের দুই বছরের মেয়াদের পূর্ণ হবে। রুচিরা কম্বোজ জাতিসংঘে নিযুক্ত ভারতের প্রথম নারী স্থানীয় প্রতিনিধি। নিরাপত্তা পরিষদের সভাপতি হওয়ার প্রথম দিনের বৈঠকেই মাসজুড়ে কর্মতালিকার বিষয়ে ভাষণ দেন।

ভারতের গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে এক প্রশ্নের জবাবে রুচিরা কম্বোজ বলেন, ‘এই বিষয়ে আমি বলতে চাই, গণতন্ত্রের বিষয়ে আমরা কী করব আমাদের তা বলে দেওয়ার দরকার নেই।’ তিনি আরও বলেছেন, ‘আপনারা সবাই জানেন, ভারতই সম্ভবত বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা। ভারতে ২ হাজার ৫০০ বছর আগেও গণতন্ত্রের শিকড় ছিল সুতরাং আমরা সব সময়ই গণতন্ত্রের চর্চা করেছি। সাম্প্রতিক সময়ে এসেও আমাদের গণতন্ত্রের সব স্তম্ভ—আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, স্বাধীন গণমাধ্যম এবং একটি খুব প্রাণবন্ত সামাজিক যোগাযোগমাধ্যম—রয়েছে। তাই আমাদের দেশ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র।’

রুচিরা কম্বোজ আরও বলেন, ‘পাঁচ বছর পরপর আমরা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক অনুশীলন পরিচালনা করি। প্রত্যেকে তাদের ইচ্ছেমতো মতো প্রকাশ করতে পারে এবং এভাবেই আমাদের দেশ কাজ করে। আমাদের গণতন্ত্রে দ্রুত সংস্কার, রূপান্তর ও পরিবর্তন আসে এবং আমাদের পথচলা খুবই দারুণ। সুতরাং, আমরা কী করব এটি আপনাদের বলে দিতে হবে না।’ 

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত