হোম > বিশ্ব > ভারত

চীন-ভারত সম্পর্ক ও সীমান্তে সংঘাত নিয়ে যা বললেন মোদি

চীন ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে যে অমীমাংসিত সীমান্ত সমস্যা আছে, তা ‘অতিদ্রুত’ সমাধান করা উচিত বলে মন্তব্য করেছেন নরেন্দ্র মোদি। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। পারমাণবিক শক্তিধর এ দুই দেশের মধ্যকার সম্পর্ক নিয়ে ভারতের এই অবস্থানকে আপাতত সুর নরম করা বলছেন বিশ্লেষকেরা। 

গতকাল বুধবার প্রকাশিত নিউজউইকের প্রতিবেদন অনুসারে মোদি বলেছেন, ‘এটা আমার বিশ্বাস যে, আমাদের সীমান্তে প্রলম্বিত পরিস্থিতির দ্রুত সমাধান করা দরকার, যাতে আমাদের দ্বিপক্ষীয় মিথস্ক্রিয়ায় যে অস্বাভাবিকতা আছে তা পেছনে ফেলা যায়।’ 

ভারত ও চীনের মধ্যে পার্বত্য অঞ্চলে দীর্ঘ সীমান্ত আছে, যার অনেকটাই অমীমাংসিত। হিমালয় পর্বতমালার একটি অংশে ২০২০ সালে উভয় দেশের সেনারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেই সংঘর্ষে সব মিলিয়ে ২৪ জন সেনা নিহত হয়। তারপর থেকেই দুই দেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে আছে। 

অবশ্য এর আগেও গত বছরের মে মাসে মোদি বলেছিলেন, চীনের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের জন্য সীমান্তে শান্তি অপরিহার্য এবং ভারত তার সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার লক্ষ্যে মোদি লোকসভা নির্বাচনের আগে অভ্যন্তরীণ নিরাপত্তা ও শক্তিশালী বৈদেশিক নীতির বিষয়টিকে প্রচারে ব্যবহার করেছেন। 

মোদি আরও বলেছেন, ‘ভারতের জন্য চীনের সঙ্গে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘দুই প্রতিবেশীর মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক সমগ্র অঞ্চল ও বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ।’ উল্লেখ্য, ভারত ও চীনের মধ্যে ৩ হাজার ৮০০ কিলোমিটার সীমান্ত আছে। কিন্তু এর বেশির ভাগই এখনো অচিহ্নিত। এই অচিহ্নিত সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে ১৯৬২ সালে রক্তক্ষয়ী যুদ্ধও হয়েছে।

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা