হোম > বিশ্ব > ভারত

ঘড়িটির দাম দেড় কোটি, পাঁচ কোটি না : টুইটে পান্ডিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২১ শেষে সংযুক্ত আরব আমিরাতের আমিরশাহি থেকে দেশে ফেরার সময় ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার পাঁচ কোটি রুপি মূল্যের দুটি ঘড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলে হিন্দুস্তান টাইমসসহ বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন হার্দিক পান্ডিয়া। আজ মঙ্গলবার এক টুইট বার্তায় এই ক্রিকেটার বলেছেন, পাঁচ কোটি টাকার ঘড়ি বাজেয়াপ্তের খবর পুরোপুরি সঠিক নয়। 

হার্দিক পান্ডিয়া বলেন, ‘আমি নিজেই মুম্বাই বিমানবন্দরের শুল্ক বিভাগে গিয়ে দুবাই থেকে কিনে আনা ঘড়ির শুল্ক কর দিতে চাই। আমি তাদের জানাই, সব নিয়ম মেনেই ঘড়ি কেনা হয়েছে। আমার কাছে যা কাগজ চাওয়া হয়েছে সব জমা দিয়েছি। তার পরেও আমার একটি ঘড়ির মূল্য নির্ধারণের জন্য সেটি রেখে দেন তাঁরা। ঘড়িটির দাম দেড় কোটি, পাঁচ কোটি নয়। আমার কাছ থেকে দুটি ঘড়ি বাজেয়াপ্ত হয়েছে বলে যে খবর ছড়িয়েছে, তা ভুয়া।’ 

হার্দিক পান্ডিয়া আরও বলেন, ‘আমি দেশের আইন মেনে চলা একজন নাগরিক এবং সব সরকারি সংস্থার প্রতি আমার শ্রদ্ধা আছে। মুম্বাই বিমানবন্দরের শুল্ক বিভাগ থেকে আমি সব সহযোগিতা পেয়েছি এবং আমিও তাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছি।’ 

উল্লেখ্য, এমনিতেই আসন্ন নিউজিল্যান্ড সিরিজে ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা না পেয়ে চাপে রয়েছেন হার্দিক পান্ডিয়া। এর মধ্যেই ঘড়ি বাজেয়াপ্তের ঘটনা নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হলো এই ক্রিকেটারকে।  

দেশীয় খাবার নিয়ে বর্ণবাদের শিকার: যুক্তরাষ্ট্রে ২ লাখ ডলার ক্ষতিপূরণ পেলেন ভারতীয় যুগল

ঠান্ডা পানিতে নামলেন না উদ্ধারকর্মী, ৭০ ফুট গভীর গর্তে যুবকের মৃত্যু

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়