হোম > বিশ্ব > ভারত

নিজের রক্ত দিয়ে হলেও পশ্চিমবঙ্গের বিভাজন ঠেকাব: মমতা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যকে কোনোভাবেই বিভক্ত হতে দেবেন না বলে জানিয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১৬ মার্চ ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে নির্বাচিত পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্যরা পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে আলাদা রাজ্য গঠনের প্রস্তাব তোলেন। তারই জবাবে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা বলেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার দলীয় এক আলোচনা সভায় মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেছেন তিনি নিজের রক্ত দিয়ে হলেও পশ্চিমবঙ্গকে ভাগ হওয়ার হাত থেকে রক্ষা করবেন। 

গেরুয়া শিবির থেকে আসন্ন ২০২৪ সালের জাতীয় নির্বাচন সামনে রেখে পশ্চিমবঙ্গ বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তৃণমূল কংগ্রেসের নেত্রী বলেছেন, দীর্ঘদিন ধরেই উত্তর পশ্চিমবঙ্গের সব সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। 

মমতা বলেছেন, ‘নির্বাচন যতই এগিয়ে আসছে বিজেপি ততই কখনো গোর্খাল্যান্ড আবার কখনো উত্তর পশ্চিমবঙ্গের দাবি তুলে বিচ্ছিন্নতাবাদের পালে হাওয়া দিতে চাচ্ছে। তবে আমি আমার রক্ত দিয়ে হলেও এই ধরনের বিভাজন ঠেকাতে প্রস্তুত।’ 

সম্প্রতি একটি অভিযোগ উঠেছে, কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের নেতা জীবন সিংহ এক ভিডিওতে বলেছেন—মমতা যদি কামতাপুরের আলাদা হওয়ার বিষয়টির বিরোধিতা করেন তবে ভয়াবহ রক্তপাতের হুমকিও দেন তিনি। তবে মমতা এসব হুমকিতে ভয় পান না জানিয়ে বলেছেন, ‘আমাকে কিছু লোক ভয় দেখানোর চেষ্টা করছে। আমি এসব পরোয়া করি না। আমি এসব হুমকিতে ভীতও নই।’ 

এ-সম্পর্কিত পড়ুন:

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার