হোম > বিশ্ব > ভারত

ভারতে তাজিয়া মিছিলে বিদ্যুতায়িত হয়ে নিহত ৪ 

ভারতের ঝাড়খণ্ডে মহররমের তাজিয়া মিছিল বের করার সময় বিদ্যুতায়িত হয়ে চারজন মারা গেছেন। গতকাল শনিবার প্রদেশটির বোকারো জেলায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ১০ জন। এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, শনিবার সকাল ৬টায় মহররমের শোভাযাত্রা বের করার সময় লোহার রডে বিদ্যুতের হাই ভোল্টেজ তার লেগে যায়। এর ফলেই তড়িতাহত হন কয়েকজন।

বোকারোর পুলিশ সুপারিনটেনডেন্ট প্রিয়দর্শী অলোক প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে জানান, রাজ্যের রাজধানী রাঁচি থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে পেটারওয়ার থানার সীমানার অধীনে খেতকো গ্রামে ঘটনাটি ঘটেছে। শনিবার সকাল ৬টার দিকে তারা তাজিয়া মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁরা একটি ধর্মীয় পতাকা বহন করছিলেন, যা রডে সংযুক্ত ছিল। কোনোভাবে এটি ১১ হাজার ভোল্টের একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। তখনই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।’

জখমদের চিকিৎসার জন্য বোকারোর একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ইন্ডিয়া টুডের সূত্রে দাবি করা হয়েছে, জখম হয়েছেন ১৩ জন। তাঁদের মধ্যে ৯ জনের শারীরিক অবস্থা সংকটজনক।

গত মাসে উল্টোরথের যাত্রার সময় ত্রিপুরায় তড়িতাহত হয়ে প্রাণ হারায় সাতজন। নিহতদের মধ্যে ছিলেন তিনজন নারী ও তিন শিশু। আহত হয় ১৬ জন। এবার মহররমের শোভাযাত্রার সময়ও একইভাবে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত