হোম > বিশ্ব > ভারত

ভারতে তাজিয়া মিছিলে বিদ্যুতায়িত হয়ে নিহত ৪ 

ভারতের ঝাড়খণ্ডে মহররমের তাজিয়া মিছিল বের করার সময় বিদ্যুতায়িত হয়ে চারজন মারা গেছেন। গতকাল শনিবার প্রদেশটির বোকারো জেলায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ১০ জন। এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, শনিবার সকাল ৬টায় মহররমের শোভাযাত্রা বের করার সময় লোহার রডে বিদ্যুতের হাই ভোল্টেজ তার লেগে যায়। এর ফলেই তড়িতাহত হন কয়েকজন।

বোকারোর পুলিশ সুপারিনটেনডেন্ট প্রিয়দর্শী অলোক প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে জানান, রাজ্যের রাজধানী রাঁচি থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে পেটারওয়ার থানার সীমানার অধীনে খেতকো গ্রামে ঘটনাটি ঘটেছে। শনিবার সকাল ৬টার দিকে তারা তাজিয়া মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁরা একটি ধর্মীয় পতাকা বহন করছিলেন, যা রডে সংযুক্ত ছিল। কোনোভাবে এটি ১১ হাজার ভোল্টের একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। তখনই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।’

জখমদের চিকিৎসার জন্য বোকারোর একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ইন্ডিয়া টুডের সূত্রে দাবি করা হয়েছে, জখম হয়েছেন ১৩ জন। তাঁদের মধ্যে ৯ জনের শারীরিক অবস্থা সংকটজনক।

গত মাসে উল্টোরথের যাত্রার সময় ত্রিপুরায় তড়িতাহত হয়ে প্রাণ হারায় সাতজন। নিহতদের মধ্যে ছিলেন তিনজন নারী ও তিন শিশু। আহত হয় ১৬ জন। এবার মহররমের শোভাযাত্রার সময়ও একইভাবে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত