হোম > বিশ্ব > ভারত

ভারতে ফের বাড়ছে করোনা, ২৪ ঘণ্টায় মৃত্যু ২৬ 

ভারতে নতুন করে আবার করোনার সংক্রমণ বেড়েছে। গতকাল বৃহস্পতিবার নতুন করে ৫ হাজার ৪৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছে ২৬ জন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি আজ শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৬ জনের মধ্যে ১২ জনই কেরালা রাজ্যের। দেশজুড়ে বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৪৬ হাজার ৩৪২।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, করোনার সংক্রমণ থেকে সেরে ওঠার হার ৯৮ দশমিক ৩১ শতাংশ। দৈনিক সংক্রমণের হার ১ দশমিক ৬১ শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার ১ দশমিক ৭৩ শতাংশ।

ভারতীয় আরেক গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নতুন করে ২৬ জনের মৃত্যুর পর ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৮ হাজার ৪২৯। ইতিমধ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৪ কোটি ৩৯ লাখ ৭৮ হাজার ২৭১ জন। দেশটিতে করোনায় মৃত্যুর হার রেকর্ড করা হয়েছে ১ দশমিক ১৯ শতাংশ।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভারতে করোনার টিকাদান কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ২১৭ কোটি ১১ লাখ টিকা দেওয়া হয়েছে।

এদিকে করোনার আপডেট বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ১৪ জন, যা আগের দিনের তুলনায় প্রায় ১০০ জন কম। করোনায় আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে এ পর্যন্ত ৬৫ লাখ ৩৫ হাজার ৯৯২ জন মারা গেছে।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বর মাসে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছিল। এরপর ২০২০ সালের মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোগটিকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করে।

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত