হোম > বিশ্ব > ভারত

রক্ত দিয়ে নাগরিকত্ব সংশোধনী আইন ঠেকানোর ঘোষণা মমতার

নিজের রক্ত দিয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বাস্তবায়ন ঠেকানোর ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সোমবার রাজ্যের বিভিন্ন স্থানে নাগরিকদের আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়ার অভিযোগের বিষয়টি আমলে নিয়ে এ কথা বলেছেন মমতা। তিনি বলেছেন, বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবেই এই বিতর্কিত নাগরিকত্ব আইন বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে। 

গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গে কয়েক দশকের পুরোনো উত্তরাধিকারের নথিপত্রের ভিত্তিতে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করার মাধ্যমে রাজ্যে একটি আটক কেন্দ্র বা ডিটেনশন সেন্টার খোলার লক্ষ্যে কেন্দ্র সরকারকে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি বাস্তবায়নের অনুমতি দেবেন না তিনি। 

সংবাদ সম্মেলনে মমতা বিজেপির নেতৃত্বে কেন্দ্র সরকারকে ইঙ্গিত করে বলেন, ‘তারা আসামের মতো এখানেও এনআরসি আনার চেষ্টা করছে...আমি আমার রক্ত দেব, কিন্তু এনআরসি চালু হতে দেব না। আমরা তাদের বাংলায় আটক কেন্দ্র তৈরি করতে দেব না।’ 

এর আগে পশ্চিমবঙ্গের নদীয়া, উত্তর ২৪ পরগনা ও পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন স্থান থেকে খবর পাওয়া যায় সেখানকার অনেক নাগরিকের আধার কার্ড স্থগিত করা হয়েছে। অনেক নাগরিক অভিযোগ করেন, কেন্দ্র সরকারের ইউনিক আইডেনটিফিকেশন অথোরিটি অব ইন্ডিয়ার (ইউআইডিএআই) পক্ষ থেকে তাঁরা একটি বার্তা পেয়েছেন। সেখানে বলা হয়েছে, আপনার আধার নম্বর নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে এবং এর কারণ হলো—এই দেশে থাকার জন্য যেসব শর্ত পূরণ প্রয়োজন তা পূর্ণ করা হয়নি। 

এর আগে, গত মাস খানেক সময় ধরেই বিজেপি সরকারের মন্ত্রীরা বলে আসছেন তাঁরা অতি দ্রুত নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তবায়ন করবেন। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক লাইন আগে বেড়ে ঘোষণা দিয়েছেন, তাঁর সরকার এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে যাওয়া লোকসভা নির্বাচনের আগেই এই আইন বাস্তবায়ন শুরু করবে।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে