হোম > বিশ্ব > ভারত

উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা নিয়ে উত্তেজনা

প্রতিনিধি, কলকাতা

পশ্চিমবঙ্গে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা নিয়ে উত্তেজনা বাড়ছে। উপনির্বাচনের দিনক্ষণ অবিলম্বে ঘোষণার দাবি জানিয়েছে তৃণমূল। এ দাবিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে বিজেপি চাইছে করোনা পরিস্থিতিতে আপাতত বন্ধ থাকুক রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্রের ভোট। 

বিধানসভা নির্বাচনে তৃণমূল বিপুল জয় পেলেও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে হেরে যান দলনেত্রী মমতা ব্যানার্জি। সংখ্যাগরিষ্ঠতার জোরে তিনি মুখ্যমন্ত্রী হন। ভারতের সংবিধান অনুযায়ী মুখ্যমন্ত্রিত্ব টিকিয়ে রাখতে হলে মমতাকে আগামী ৫ নভেম্বরের মধ্যে উপনির্বাচনে জিতে বিধানসভার সদস্য পদ নিতে হবে। রীতি অনুযায়ী এর আগেই উপনির্বাচন হওয়ার কথা।

 ভোট প্রক্রিয়া চলাকালে দুটি কেন্দ্রের প্রার্থী মারা যান। আরও একটি কেন্দ্রের বিজয়ী প্রার্থী মারা যান ফল প্রকাশের আগেই। নন্দীগ্রামে দাঁড়ানোর আগে মমতা কলকাতার ভবানীপুর কেন্দ্রের বিধায়ক ছিলেন। সেই কেন্দ্রের নির্বাচিত বিধায়ক, রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় দলনেত্রীকে সুবিধা করে দিতে আগেই ইস্তফা দেন। সব মিলিয়ে সাতটি কেন্দ্রেই দুর্গাপূজার আগেই উপনির্বাচন করার দাবি জানিয়েছে তৃণমূল। 

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘রাজ্যে ভোটের পরিস্থিতি রয়েছে। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুক নির্বাচন কমিশন।’ 

সাবেক রাজ্যপাল ও বিজেপি নেতা তথাগত রায় বলেন, ‘পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে। লোকাল ট্রেন, স্কুল কলেজ বন্ধ। টিকা নিয়ে টানাটানি অব্যাহত। এই পরিস্থিতিতে উপনির্বাচন কী করে হবে? না, না, এই অবস্থাতে কোনো ঝুঁকি নেওয়া মোটেই উচিত নয়।’  

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’