হোম > বিশ্ব > ভারত

রায়ের বিরুদ্ধে আপিল করতে সুরাট আদালতে রাহুল গান্ধী

মানহানি মামলায় দুই বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আপিল করতে গুজরাটের সুরাট যাচ্ছেন তিনি। সঙ্গে যাচ্ছেন বোন প্রিয়াঙ্কা গান্ধী ও তিন কংগ্রেস মুখ্যমন্ত্রী। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ‘মোদি’ পদবি নিয়ে কটাক্ষ করায় ২০১৯ সালের একটি মানহানি মামলায় গত ২৩ মার্চ রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেয় আদালত। সুরাট আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানাবেন রাহুল। আদালতে রায়ের ওপর স্থগিতাদেশের আরজি জানিয়ে আবেদন করবেন তিনি। আদালত রাহুলকে ৩০ দিনের জামিন এবং আপিল করার সুযোগ দিয়েছেন। 

এদিকে রায়ের বিরুদ্ধে কংগ্রেসের অবস্থান নিয়ে তুলোধুনা করেন ক্ষমতাসীন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র। রাহুল গান্ধীর পদক্ষেপের কড়া সমালোচনা করে তিনি বলেন, পরিবারের লোক ও কয়েকজন মুখ্যমন্ত্রী সঙ্গে নিয়ে চাপ তৈরি করতে যাচ্ছেন সুরাটে। আপনি কি বিচারব্যবস্থাকে প্রভাবিত করতে চাইছেন? কেন দেশের বিচারব্যবস্থার প্রতি রাহুলের আস্থা নেই?। 

‘মোদি’ পদবি নিয়ে একটি সম্প্রদায়কে অপমান করেছেন উল্লেখ করে বিজেপি মুখপাত্র আরও বলেন, রাহুল গান্ধী ক্ষমা চাননি কেন? আদালতে সে সুযোগ তো ছিল তাঁর। 

রাহুল গান্ধীর আপিল নিয়ে কটাক্ষ করলেন দেশটির আইনমন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন, আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করার জন্য কাউকে সশরীরে উপস্থিত থাকতে হয় না। আদালতে যাওয়া রাহুলের ‘নাটক’ ছাড়া অন্য কিছু নয়। একই সঙ্গে রাহুলের আচরণকে ‘শিশুসুলভ’ বলে কটাক্ষ করেন মন্ত্রী। আদালতের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক