হোম > বিশ্ব > ভারত

থালা-বাসন না ধোঁয়ায় বকাঝকা, মাকে পিটিয়ে হত্যা 

থালা-বাসন না ধোঁয়ায় ১৪ বছর বয়সী কিশোরীকে বকাঝকা করেছিলেন মা। তা সহ্য করতে না পেরে ওই মাকেই পিটিয়ে হত্যা করেছেন তাঁর কিশোরী মেয়ে। এমন ঘটনা ঘটেছে ভারতের নয়ডায়। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই কিশোরীকে গ্রেপ্তারের পর সংশোধনকেন্দ্রে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, গত রোববার রাতে নয়ডার ৭৭ নম্বর সেক্টরে একটি অ্যাপার্টমেন্টে ১৪ তলায় বাস করত ওই কিশোরী ও তাঁর মা। মাকে পিটিয়ে রক্তাক্ত করার পর অভিযুক্ত কিশোরীই প্রতিবেশীদের ডেকে আনেন। পরে আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। 

 পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, নিহত ওই নারীর বয়স ৩০ থেকে ৪০ বয়সের মধ্যে। পাঁচ বছর আগে তিনি তাঁর স্বামী থেকে আলাদা হয়ে যান। 

নয়ডার সিনিয়র পুলিশ অফিসার রণবিজয় সিং বলেন, ওই নারী তাঁর মেয়েকে বাসন ধুতে বলেছিলেন। মেয়েটি তা না করলে তিনি বকাঝকা করেন। পরে তর্কাতর্কি শুরু হয় এবং মেয়েটি ফ্রাই প্যান দিয়ে তাঁর মাথায় আঘাত করে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোরী মাকে হত্যার কথা স্বীকার করেনি। তবে সিসি ক্যামেরা ও প্রতিবেশীদের তথ্য অনুযায়ী, ওই নারীর কক্ষে বাইরের কাউকে ঢুকতে দেখা যায়নি। পরে আরও জিজ্ঞাসাবাদ করা হলে ওই কিশোরী মাকে হত্যার কথা স্বীকার করে।

এ ঘটনায় কিশোরীর মামা থানায় মামলা করেছেন।

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

দিল্লিতে ঘন ধোঁয়াশায় ৪০ ফ্লাইট বাতিল, বিলম্বিত ৩০০

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত