হোম > বিশ্ব > ভারত

থালা-বাসন না ধোঁয়ায় বকাঝকা, মাকে পিটিয়ে হত্যা 

থালা-বাসন না ধোঁয়ায় ১৪ বছর বয়সী কিশোরীকে বকাঝকা করেছিলেন মা। তা সহ্য করতে না পেরে ওই মাকেই পিটিয়ে হত্যা করেছেন তাঁর কিশোরী মেয়ে। এমন ঘটনা ঘটেছে ভারতের নয়ডায়। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই কিশোরীকে গ্রেপ্তারের পর সংশোধনকেন্দ্রে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, গত রোববার রাতে নয়ডার ৭৭ নম্বর সেক্টরে একটি অ্যাপার্টমেন্টে ১৪ তলায় বাস করত ওই কিশোরী ও তাঁর মা। মাকে পিটিয়ে রক্তাক্ত করার পর অভিযুক্ত কিশোরীই প্রতিবেশীদের ডেকে আনেন। পরে আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। 

 পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, নিহত ওই নারীর বয়স ৩০ থেকে ৪০ বয়সের মধ্যে। পাঁচ বছর আগে তিনি তাঁর স্বামী থেকে আলাদা হয়ে যান। 

নয়ডার সিনিয়র পুলিশ অফিসার রণবিজয় সিং বলেন, ওই নারী তাঁর মেয়েকে বাসন ধুতে বলেছিলেন। মেয়েটি তা না করলে তিনি বকাঝকা করেন। পরে তর্কাতর্কি শুরু হয় এবং মেয়েটি ফ্রাই প্যান দিয়ে তাঁর মাথায় আঘাত করে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোরী মাকে হত্যার কথা স্বীকার করেনি। তবে সিসি ক্যামেরা ও প্রতিবেশীদের তথ্য অনুযায়ী, ওই নারীর কক্ষে বাইরের কাউকে ঢুকতে দেখা যায়নি। পরে আরও জিজ্ঞাসাবাদ করা হলে ওই কিশোরী মাকে হত্যার কথা স্বীকার করে।

এ ঘটনায় কিশোরীর মামা থানায় মামলা করেছেন।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে