হোম > বিশ্ব > ভারত

থালা-বাসন না ধোঁয়ায় বকাঝকা, মাকে পিটিয়ে হত্যা 

থালা-বাসন না ধোঁয়ায় ১৪ বছর বয়সী কিশোরীকে বকাঝকা করেছিলেন মা। তা সহ্য করতে না পেরে ওই মাকেই পিটিয়ে হত্যা করেছেন তাঁর কিশোরী মেয়ে। এমন ঘটনা ঘটেছে ভারতের নয়ডায়। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই কিশোরীকে গ্রেপ্তারের পর সংশোধনকেন্দ্রে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, গত রোববার রাতে নয়ডার ৭৭ নম্বর সেক্টরে একটি অ্যাপার্টমেন্টে ১৪ তলায় বাস করত ওই কিশোরী ও তাঁর মা। মাকে পিটিয়ে রক্তাক্ত করার পর অভিযুক্ত কিশোরীই প্রতিবেশীদের ডেকে আনেন। পরে আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। 

 পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, নিহত ওই নারীর বয়স ৩০ থেকে ৪০ বয়সের মধ্যে। পাঁচ বছর আগে তিনি তাঁর স্বামী থেকে আলাদা হয়ে যান। 

নয়ডার সিনিয়র পুলিশ অফিসার রণবিজয় সিং বলেন, ওই নারী তাঁর মেয়েকে বাসন ধুতে বলেছিলেন। মেয়েটি তা না করলে তিনি বকাঝকা করেন। পরে তর্কাতর্কি শুরু হয় এবং মেয়েটি ফ্রাই প্যান দিয়ে তাঁর মাথায় আঘাত করে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোরী মাকে হত্যার কথা স্বীকার করেনি। তবে সিসি ক্যামেরা ও প্রতিবেশীদের তথ্য অনুযায়ী, ওই নারীর কক্ষে বাইরের কাউকে ঢুকতে দেখা যায়নি। পরে আরও জিজ্ঞাসাবাদ করা হলে ওই কিশোরী মাকে হত্যার কথা স্বীকার করে।

এ ঘটনায় কিশোরীর মামা থানায় মামলা করেছেন।

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ