হোম > বিশ্ব > ভারত

উত্তর প্রদেশে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা করলেন নববধূ

আজকের পত্রিকা ডেস্ক­

বা দিকে প্রগতি ও দিলীপ, ডান দিকে গ্রেপ্তারকৃত প্রগতি, তার প্রেমিক ও ভাড়াটে খুনি রমিজ। ছবি: এনডিটিভি

বিয়ের মাত্র দুই সপ্তাহ পর স্ত্রীর হাতে খুন হলেন স্বামী। প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা করিয়েছেন ওই নারী। গ্রেপ্তার করা হয়েছে প্রগতি নামের ওই নারী ও তাঁর প্রেমিককে।

আজ মঙ্গলবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের।

উত্তর প্রদেশ পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, অভিযুক্ত প্রগতি যাদবের দীর্ঘ চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল অনুরাগ যাদবের সঙ্গে। তবে, প্রগতির পরিবার এ সম্পর্ক মেনে নেয়নি। গত ৫ মার্চ দিলীপ নামে এ যুবকের সঙ্গে প্রগতিকে জোর করে বিয়ে দেয় পরিবার।

বিয়ের দুই সপ্তাহ পর গত ১৯ মার্চ দিলীপকে গুরুতর জখম অবস্থায় একটি মাঠে পড়ে থাকতে দেখে পুলিশ। তাঁর শরীরে গুলির চিহ্ন ছিল বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাঁকে নিকটবর্তী একটি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তির করানো হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানেও অবস্থার কোনো উন্নতি না হলে স্থানান্তর করা হয় মধ্যপ্রদেশের আরেকটি হাসপাতালে এবং সেখান থেকে সবশেষ তাঁকে স্থানান্তর করা হয় রাজ্যের আরও একটি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ মার্চ মৃত্যু হয় তাঁর।

এ ঘটনায় স্থানীয় থানায় লিখিত অভিযোগ দেন দিলীপের ভাই। পরে পুলিশি তদন্তে বেরিয়ে আসে, স্ত্রী প্রগতিই প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে ভাড়াটে খুনি দিয়ে দিলীপকে হত্যা করিয়েছেন। দিলীপকে হত্যার জন্য জনৈক ‘রমিজ চৌধুরীকে’ ০২ লাখ রুপি দেন তাঁরা। এ ঘটনায় কথিত ভাড়াটে খুনিকেও আটক করেছে পুলিশ।

অভিযুক্তদের কাছ থেকে দুটি পিস্তল, চারটি কার্তুজ, একটি বাইক, দুটি মোবাইল ফোন, একটি পার্স, আধার কার্ড এবং নগদ ৩ হাজার রুপি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত আছে উল্লেখ করে পুলিশ জানিয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত