হোম > বিশ্ব > ভারত

ঝাড়ুদারের ভূমিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এক ঘণ্টার জন্য ঝাড়ুদারের ভূমিকায় নেমেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার গান্ধী জয়ন্তী উপলক্ষে সরকারের পরিচ্ছন্নতা অভিযানে তাঁর নেতৃত্বে হাজার হাজার মানুষ অংশ নেন।

পরিচ্ছন্নতার সঙ্গে সুস্বাস্থ্যের বার্তা দেওয়ার জন্য নরেন্দ্র মোদির সঙ্গে এ অভিযানে ফিটনেস ইনফ্লুয়েন্সার অঙ্কিত বাইয়ানপুরিয়া অংশগ্রহণ করেন।   

অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে মোদি লেখেন, ‘আজ যখন জাতি স্বচ্ছতাকে গুরুত্ব দিচ্ছে, আমি আর অঙ্কিত বাইয়ানপুরিয়াও এর সঙ্গে যোগ দিয়েছি। পরিচ্ছন্নতার সঙ্গে আমরা ফিটনেস ও সুস্বাস্থ্যের দিকেও গুরুত্ব দিচ্ছি। এটি সেই স্বচ্ছ ও সুস্থ ভারতের আবহ তৈরি করেছে।’ 

প্রধানমন্ত্রী মোদি ছাড়াও ইউনিয়ন মন্ত্রীসহ অন্য বিজেপি নেতা ভারতের বিভিন্ন অংশে পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহমেদাবাদে এবং বিজেপির প্রধান জগৎ প্রকাশ নাড্ডা দিল্লিতে এ কর্মসূচির আয়োজন করেছেন।   

‘মান কি বাত’ অনুষ্ঠানের সাম্প্রতিক এক পর্বে মোদি ১ অক্টোবর সব নাগরিককে পরিচ্ছন্নতার জন্য এক ঘণ্টা শ্রমদানের অনুরোধ করেন। তিনি বলেন, এটি মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে তাঁকে ‘স্বচ্ছাঞ্জলি’ দেওয়া হবে।   

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মাও ‘এক তারিখ, এক ঘণ্টা, একসঙ্গে’ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সব নাগরিককে আহ্বান জানান।

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী