হোম > বিশ্ব > ভারত

ঝাড়ুদারের ভূমিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এক ঘণ্টার জন্য ঝাড়ুদারের ভূমিকায় নেমেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার গান্ধী জয়ন্তী উপলক্ষে সরকারের পরিচ্ছন্নতা অভিযানে তাঁর নেতৃত্বে হাজার হাজার মানুষ অংশ নেন।

পরিচ্ছন্নতার সঙ্গে সুস্বাস্থ্যের বার্তা দেওয়ার জন্য নরেন্দ্র মোদির সঙ্গে এ অভিযানে ফিটনেস ইনফ্লুয়েন্সার অঙ্কিত বাইয়ানপুরিয়া অংশগ্রহণ করেন।   

অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে মোদি লেখেন, ‘আজ যখন জাতি স্বচ্ছতাকে গুরুত্ব দিচ্ছে, আমি আর অঙ্কিত বাইয়ানপুরিয়াও এর সঙ্গে যোগ দিয়েছি। পরিচ্ছন্নতার সঙ্গে আমরা ফিটনেস ও সুস্বাস্থ্যের দিকেও গুরুত্ব দিচ্ছি। এটি সেই স্বচ্ছ ও সুস্থ ভারতের আবহ তৈরি করেছে।’ 

প্রধানমন্ত্রী মোদি ছাড়াও ইউনিয়ন মন্ত্রীসহ অন্য বিজেপি নেতা ভারতের বিভিন্ন অংশে পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহমেদাবাদে এবং বিজেপির প্রধান জগৎ প্রকাশ নাড্ডা দিল্লিতে এ কর্মসূচির আয়োজন করেছেন।   

‘মান কি বাত’ অনুষ্ঠানের সাম্প্রতিক এক পর্বে মোদি ১ অক্টোবর সব নাগরিককে পরিচ্ছন্নতার জন্য এক ঘণ্টা শ্রমদানের অনুরোধ করেন। তিনি বলেন, এটি মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে তাঁকে ‘স্বচ্ছাঞ্জলি’ দেওয়া হবে।   

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মাও ‘এক তারিখ, এক ঘণ্টা, একসঙ্গে’ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সব নাগরিককে আহ্বান জানান।

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর

ভারতে দক্ষিণ কোরিয়ার নাগরিক খুন, লিভ-ইন সঙ্গী মণিপুরি তরুণী গ্রেপ্তার

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি