হোম > বিশ্ব > ভারত

কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট সাময়িক বন্ধের নির্দেশ

ভারতের বৃহত্তম রাজনৈতিক দল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন বেঙ্গালুরু আদালত। একই সঙ্গে ‘ভারত জোড়ো’ যাত্রা প্রচারণার টুইটার হ্যান্ডেল সাময়িকভাবে ব্লক করারও নির্দেশ দিয়েছেন আদালত। একটি সংগীত সংস্থার দায়ের করা কপিরাইট মামলায় আদালত এ নির্দেশ দিয়েছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে কর্ণাটকজুড়ে পরিচালিত ‘ভারত জোড়ো’ আন্দোলনে কন্নর সিনেমা কেজিএফ-২-এর একটি গান ব্যবহার করা হয়েছে। কিন্তু এই গান ব্যবহারের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। এ কারণে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ তুলে রাহুল গান্ধীসহ তিন কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা করেছেন এমআরটি সংগীত সংস্থার পরিচালক এম নবীন কুমার।

এদিকে কংগ্রেস এক টুইটার পোস্টে বলেছে, তারা আদালতের এই নির্দেশ সম্পর্কে অবগত নয়। এখন পর্যন্ত তারা আদালতের কোনো অনুলিপি পায়নি।

আদালতের আদেশে বলা হয়েছে, সংগীত সংস্থাটি আদালতের কাছে একটি সিডি উপস্থাপন করেছে, যেখানে গানটিকে অবৈধভাবে সিংক্রোনাইজড করার কথা বলা হয়েছে। এতে সংস্থাটির অপূরণীয় ক্ষতি হয়েছে। এ ধরনের পদক্ষেপ পাইরেসিকে উৎসাহিত করবে বলেও আদালতের আদেশে বলা হয়েছে।

ভারতে ২০২৪ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভারত জোড়ো প্রচারাভিযান চালাচ্ছে কংগ্রেস। এখন পর্যন্ত দলটি কেরালা তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও মহারাষ্ট্রে এই প্রচারাভিযান চালিয়েছে। 

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে