হোম > বিশ্ব > ভারত

ভারতের রাজনীতিতে বাড়ছে ধর্মীয় প্রভাব

কলকাতা প্রতিনিধি

ভারতের রাজনীতিতে বাড়ছে ধর্মীয় প্রভাব। দেশটির রাজনীতিতে ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগানোর পাশাপাশি বাড়ছে বিভাজনের রাজনীতি। হিজাব, হালাল বিতর্ক কাটিয়ে উঠতে না উঠতেই এবার রাজধানী দিল্লিতে হিন্দুদের উৎসব রাম নবরাত্রি উপলক্ষে নির্দেশ দেওয়া হয়েছে মাংসের দোকান বন্ধ রাখতে। অপরদিকে, পাল্টা দাবি উঠেছে রমজান মাসে দিনের বেলায় খাবার হোটেল বন্ধ রাখার। মহারাষ্ট্রের মসজিদগুলোতে নামাজের সময় মাইক ব্যবহার বন্ধ রাখার দাবিতেও শুরু হয়েছে আন্দোলন। মধ্যপ্রদেশে কংগ্রেসও জনসমর্থন আদায়ে নরম হিন্দুত্ববাদের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ। এমনকি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশটিতে রাম নবমী পালন করছে কংগ্রেস।

পূর্ব দিল্লির মেয়র শ্যামসুন্দর আগরওয়াল ও দক্ষিণ দিল্লির মুকেশ সূর্যের দাবি, নবরাত্রির সময় দিল্লির ৯০ শতাংশ মানুষই নিরামিষ খান। তাই ১৪ এপ্রিল পর্যন্ত নবরাত্রির নয় দিন বন্ধ রাখতে হবে মাংসের দোকান। তাঁদের এই নির্দেশকে সমর্থন জানিয়েছে বিজেপি। দলের সাংসদ পরভেশ সাহিব সিং ভার্মার মতে, শুধু দিল্লিতে নয়, গোটা দেশেই চৈত্র মাসে নবরাত্রির নয় দিন মাংস বিক্রি বন্ধ রাখা হোক।

এদিকে এই দাবির পাল্টা দাবি হিসেবে ন্যাশনাল কনফারেন্স নেতা, জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার দাবি, রোজার সময় প্রকাশ্যে খাওয়া-দাওয়া বন্ধ করা হোক। বিশেষ করে মুসলিম প্রধান এলাকায় প্রকাশ্যে খাওয়াদাওয়ার ওপর নির্দেশিকা জারি করা জরুরি। 

তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র মাংস বিতর্ক প্রসঙ্গে বলেন, ‘নিজের পছন্দ মতো খাওয়া বা পরা ভারতবাসীর সাংবিধানিক অধিকার। বিজেপি সেই অধিকার খর্ব করছে।’ 

এদিকে, মহারাষ্ট্র নির্মাণ পার্টির নেতা রাজ ঠাকরের দাবি, মসজিদ থেকে মাইকে আজান বন্ধ করতে হবে। নইলে মহারাষ্ট্র জুড়ে তাঁরা হিন্দু মন্দির থেকে পাল্টা হনুমান চালিশা পাঠ করবেন। তাঁর এই দাবির কড়া সমালোচনা করেছে কংগ্রেসসহ অন্যান্য দল। 

উল্লেখ্য, কর্ণাটকে হিজাব পরে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর এখন হালাল মাংস হিন্দুদের খেতে নিষেধ করছেন সেখানকার হিন্দুত্ববাদীরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ধর্মীয় বিভাজনকে আরও স্পষ্ট করে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে রাজনৈতিক দলগুলি। নিজেদের অসাম্প্রদায়িক দল বলে দাবি করলেও হিন্দুপ্রধান এলাকায় কংগ্রেসকেও নরম হিন্দুত্ববাদের লাইন নিতে দেখা যাচ্ছে। 

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত