হোম > বিশ্ব > ভারত

বীরভূমে হোলির দিনে সংঘর্ষ, ইন্টারনেট বন্ধ

বীরভূমের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে রাজ্য সরকার। ছবি: পিটিআই

পশ্চিমবঙ্গের বীরভূমে দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরের কিছু অংশে চার দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে রাজ্য সরকার।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গুজব ও সাম্প্রদায়িক উত্তেজনা ঠেকাতে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাঁইথিয়া শহরের অন্তত পাঁচটি গ্রামে (পঞ্চায়েত এলাকায়) ইন্টারনেট ও ভয়েস ওভার ইন্টারনেট টেলিফোন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ১৪ থেকে ১৭ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। সংঘর্ষের এ ঘটনায় এখন পর্যন্ত ২১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

রাজ্য সরকারের দেওয়া আদেশে আরও বলা হয়েছে, ভয়েস কল বা এসএমএসের ওপর কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। একইভাবে সংবাদপত্রের ওপর কোনো বিধিনিষেধ নেই।

এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইন্টারনেট বন্ধের জন্য রাজ্য সরকারের ব্যাপক সমালোচনা করেছেন। তিনি এই পরিস্থিতিকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘চরম অবনতির প্রমাণ’ বলে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের একটি পোস্টে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে ইন্টারনেট বন্ধ করে দেওয়া রাজ্য সরকারের ‘অক্ষমতা’। এই পদক্ষেপ সংকট মোকাবিলায় প্রশাসনের ব্যর্থতার স্পষ্ট ইঙ্গিত দেয়। তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ সরকার তাদের মুখ রক্ষার জন্য সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির ঘটনাগুলো আড়াল করছে।

বীরভূমে ঠিক কী ঘটেছিল?

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার হোলির দিনে পশ্চিমবঙ্গের সাঁইথিয়া শহরে একদল লোক ও কয়েকজন মদ্যপ ব্যক্তির মধ্যে কথা–কাটাকাটি হয়। পরে উভয় পক্ষ একে অপরের দিকে পাথর ছুড়তে শুরু করে এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এতে কিছু স্থানীয় বাসিন্দাও আহত হন। ফলে পরিস্থিতি দাঙ্গার আকার ধারণ করে। পরে পুলিশ মৃদু লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে বিজেপির অভিযোগ, মমতার তৃণমূল সরকার সত্য গোপন করার চেষ্টা করছে। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, শুধু বীরভূম নয়, তমলুক, নন্দকুমার ও রাজ্যের অন্যান্য এলাকায়ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলার রাজ্যপাল ও মুখ্য সচিবকে এ বিষয়ে হস্তক্ষেপ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন।

কেন্দ্রীয় মন্ত্রী ও পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও বীরভূমের কথিত সংঘর্ষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের সমালোচনা করেছেন। তিনি রাজ্য পুলিশের সমালোচনা করে অভিযোগ করেন, তারা ‘অকার্যকর’ হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি