হোম > বিশ্ব > ভারত

চন্দ্রযান অবতরণের স্থানকে ‘শিব শক্তি পয়েন্ট’ বলে ঘোষণা মোদির

চন্দ্রপৃষ্ঠে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম যে স্থানে অবতরণ করেছে, সেই স্থানকে ‘শিব শক্তি পয়েন্ট’ হিসেবে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শনিবার বেঙ্গালুরুতে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে মোদি এই নামকরণ করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত ইসরোর টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্কে (আইএসটিআরএসি) চন্দ্রযান-৩ মিশনের সঙ্গে জড়িত বিজ্ঞানীদের সঙ্গে সাক্ষাৎ করেন মোদি। সেখানেই তিনি চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমের অবতরণস্থলের নামকরণ করেন। 

মোদি বলেন, ‘চাঁদে যে স্থানে কোনো দেশের যান অবতরণ করে, সে স্থানের নামকরণের বিষয়টি প্রথার মতো এবং এ কারণেই বিক্রম ল্যান্ডার যে স্থানে অবতরণ করেছে, সেই স্থানের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এখন থেকে সেই জায়গা পরিচিত হবে “শিব শক্তি পয়েন্ট” নামে।’ ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘শিব শক্তি নামের শক্তি এসেছে মূলত নারী বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম, অনুপ্রেরণা ও ক্ষমতায়ন থেকে।’ 

এর আগে ২০১৯ সালে ভারতের দ্বিতীয় চন্দ্র মিশন চন্দ্রযান-২ চাঁদে গিয়ে বিধ্বস্ত হয়। এদিন চন্দ্রযান-২ বিধ্বস্ত হওয়ার স্থানটিকে মোদি ‘তেরঙা পয়েন্ট’ নামে অভিহিত করেন। এ বিষয়ে মোদি বলেন, ‘ভারত চন্দ্রযান-২-এর ল্যান্ডার ক্রাশ করার স্থানেরও নামকরণের সিদ্ধান্ত নিয়েছে।’ 

মোদি বলেন, ‘এর আগে ভারত সেই স্থানের নামকরণ করা উচিত হবে না বলে নামকরণ না করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আজ চন্দ্রযান-৩ মিশন সফলভাবে চাঁদের পৃষ্ঠে অবতরণ করেছে। আর তাই এখনই সময় চন্দ্রযান-২ মিশনের রেখে যাওয়া চিহ্ন স্মরণীয় করে রাখার উপযুক্ত সময়। আর যেহেতু এখন আমাদের সবার ঘরেই তেরঙা (ভারতের জাতীয় পতাকা) আছে, এমনকি চাঁদেও রয়েছে, তাই সেই স্থানের নাম তেরঙা পয়েন্ট রাখাই সবচেয়ে যুক্তিযুক্ত।’ 

মোদি এদিন আরও একটি ঘোষণা দেন। সেটি হলো, এখন থেকে প্রতিবছর ২৩ আগস্ট ভারতের জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালিত হবে। তিনি বলেন, ‘অনাগত প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে অনুপ্রেরণা দিতে এখন থেকে এই দিন উদ্‌যাপন করা হবে।’

এর আগে গত ২৩ আগস্ট চাঁদের বুকে নামে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো চাঁদের দক্ষিণ মেরুতে সফলতার সঙ্গে ও নিরাপদে মহাকাশযান অবতরণের ইতিহাস গড়ে ভারত। সেদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চন্দ্রযান-৩-এর নিরাপদ অবতরণ হয় বলে জানায় বিবিসি। এর আগের সব অভিযান ছিল বিষুব রেখার কাছে চন্দ্রপৃষ্ঠে। পানির খোঁজে দক্ষিণ মেরুতে অভিযান এই প্রথম।

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’