ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৪৪ হাজার ২৩০ জন; যা আগের দিনের তুলনায় প্রায় সাত শতাধিক বেশি। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেছে ৫৫৫ জনের; যা আগের দিনের তুলনায় প্রায় ৯০ জন কম। শুক্রবার (৩০ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৩ কোটি ১৫ লাখ ৭২ হাজার ৩৪৪ জন। মারা গেছেন ৪ লাখ ২৩ হাজার ২৪৪ জন। আর সুস্থ হয়েছেন ৩ কোটি ৭ লাখ ৪৩ হাজার ৯৭২ জন।
গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৩৬০ জন। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৫ হাজার ১৫৫ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক সংক্রমণের হার ২ দশমিক ৪৪ শতাংশ।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৯ কোটি ৭৩ লাখ ৯ হাজার ৬৯ জনের। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ লাখ ১৩ হাজার ১০১ জন।। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ৮৫ লাখ ১৬ হাজার ৪১০ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষের দিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।