হোম > বিশ্ব > ভারত

ভারতকে দুর্বল করতে বৈশ্বিক ষড়যন্ত্র চলছে, যুক্ত কংগ্রেসও: মোদি

ভারতের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপির নেতা নরেন্দ্র মোদি বলেছেন, তাঁর দেশকে দুর্বল করতে বিদেশি ষড়যন্ত্র চলছে। আর এতে যুক্ত আছে বিরোধী দল কংগ্রেসও। গতকাল মঙ্গলবার রাতে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে হরিয়ানা বিধানসভা নির্বাচনের জয় উদ্‌যাপন অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এই দাবি করেন। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মোদি বলেন, জাতির অর্থনীতি, গণতন্ত্র ও সামাজিক বন্ধন ক্ষতিগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে। কংগ্রেস এবং তাদের আশ্রিত ও সমর্থনপুষ্ট পুঁজিপতিরা এই ষড়যন্ত্রের অংশ। 

মোদি এ সময় বলেন, কংগ্রেস মনে করে ‘ক্ষমতা তাদের জন্মগত অধিকার’ এবং এটি ছাড়া তারা কাজ করতে অক্ষম। তিনি বলেন, ‘সরকারে না থাকলে কংগ্রেসের অবস্থা ডাঙায় তোলা মাছের মতো হয়ে যায়।’ এ সময় তিনি অভিযোগ করেন, কংগ্রেস যেনতেন উপায়ে ক্ষমতায় যেতে চায়। ক্ষমতা ফিরে পাওয়ার জন্য ‘হতাশা জর্জরিত সিদ্ধান্ত’ নিচ্ছে কংগ্রেস তারও নিন্দা করেন তিনি। 

ভারতের প্রধানমন্ত্রী মোদি আরও অভিযোগ করেন, ‘ক্ষমতায় এলে কংগ্রেস দেশ ও সমাজকে ঝুঁকিতে ফেলতে দ্বিধা করে না।’ এ সময় তিনি তাঁর পুরোনো বিশ্বাসের ওপর জোরারোপ করে বলেন, কংগ্রেস সব সময় দেশের মঙ্গলের চেয়ে নিজেদের স্বার্থকে প্রাধান্য দেয়। 

এর আগে গতকাল মঙ্গলবার ভারতের হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়। এতে হরিয়ানা বিধানসভার ৯০টি আসনের মধ্যে বিজেপি পায় ৪৭টি, যা ২০১৯ সালের নির্বাচনের চেয়ে সাতটি বেশি। ৩৭টি আসন নিয়ে বিরোধী দলে আছে ভারতীয় জাতীয় কংগ্রেস।

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার